ভ্রমণ

পাহাড়ের কোলে বৌদ্ধ গুম্ফা,দার্জিলিঙের ছোট্ট পাহাড়ি গ্রাম টোরিওক

West Bengal Tourism

The Truth of Bengal: ওম মানি পাদমে হুঁম। বৌদ্ধ সংস্কৃতি ও প্রাচীন গুম্ফা কে কেন্দ্র করে গড়ে ওঠা পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম টোরিওক। এই গ্রামের সব চেয়ে উঁচুতে রয়েছে বৌদ্ধ মন্দির। সেখানে গেলে দেখতে পাবেন একাধিক বৌদ্ধ সন্ন্যাসী জপমন্ত্র হাতে নিয়ে জপ করছেন। মন্দিরের প্রবেশ পথে থাকা পতাকা গুলিকে দোল খেতে দেখবেন পাহাড়ি শীতল হাওয়ায়। প্রাকৃতিক নীরবতা ও আধ্যাত্মিক প্রশান্তিতে জুড়িয়ে যাবে মন। সিটং এর মাঝখানে অবস্থিত এই ছোট্ট গ্রামের দৃশ্য আপনাকে আকর্ষণ করবে। চারিপাশে ছোট বড় পাহাড়গুলি মোড়ানো রয়েছে সবুজ গালিচায়।

সেই শিশিরে ভেজা সবুজের উপর দিয়ে খালি পায়ে হেঁটে গিয়ে পাহাড়ের কোন ঢালে বসে সূর্যাস্ত দেখার অনুভূতি না ভোলার। এই গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কমলালেবুর গাছ, এলাচের বন। এই উপত্যকার একপাশ দিয়ে কুলু কুলু ধ্বনিতে বয়ে চলেছে রিয়াং নদী যা এই গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মেঘ সরলেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা উঁকি মারবে। নিরিবিলি শান্ত এই গ্রামে আপনার থেকে যেতে ইচ্ছে করবে। নির্মল বাতাস গায়ে মেখে এই উপত্যকা বেয়ে এগোলে চোখে পড়বে জলপ্রপাত।

ছবির মত সুন্দর গ্রামের প্রত্যেকটি দিক। কাছেই রয়েছে শেরপা মঠ। এছাড়াও রয়েছে নামথিং পোখরি, মালদিরাম ভিউ পয়েন্ট সহ আরও অনেক দর্শনীয় স্থান। টোরিওক আপনি বছরের যে কোন সময় ছুটি নিয়ে যেতে পারেন। থাকার জন্য এই গ্রামে পেয়ে যাবেন হোমস্টে। ট্রেনে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন উত্তরবঙ্গের কোলে লুকানো প্রকৃতির সৌন্দর্যে ভরা এই ছোট্ট গ্রাম টোরিওক।

Related Articles