ভ্রমণ

দার্জিলিং-এ লুকিয়ে এই অফবিট গন্তব্য, জানুন বিস্তারিত

This offbeat destination hidden near Darjeeling, know the details

Truth Of Bengal: সকালে ঘুম থেকে উঠে জানালা খুলেই চোখের সামনে সবুজে মোড়া পাহাড়। উপরের দিকে তাকালে দূর দূরান্ত পর্যন্ত নীল আকাশ, সেই আকাশের কোলে উড়ে বেড়াচ্ছে অজানা অচেনা নানা পাখি। তাদের মিষ্টি মধুর কলতান শুনে মনে হবে যেন তারা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। চোখের সামনের ছবিতা যেন ঠিক জীবন্ত ক্যানভাসের মতো।

বাচ্চারা যে ভাবে রঙ তুলি দিয়ে পাহাড় সেই পাহাড়ের মাঝখান দিয়ে সূর্য উদিত হওয়া আর পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী আঁকে, ঠিক তেমনি দেখতে এই পাহাড়ি গন্তব্যটি, ভাবছেন এতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে আবদ্ধ জায়গাটি কোথায়? এই জায়গা রয়েছে দার্জিলিং এ। দার্জিলিঙে বেল্টার কাছেই রয়েছে এই ফাজি নামক পাহাড়ি জায়গা। পাহাড়ি গন্তব্য মানেই সেখানে জঙ্গলে ঘেরা ছোট বড় নানা আকারের পাহাড়, পাখির কলতান, রকমারি ফুলের শোভা এই সব কিছুই দেখা যায়, ফাজিতেও দেখা যায় এই সব কিছু। যারা কোলাহল জীবন ছেড়ে যান শান্তিপূর্ণ পাহাড়ি পরিবেশে দু দিন সময় কাটিয়ে আসতে তাদের কাছে এই ফাজি হতে পারে সেরা জায়গা।

পাহাড়ি পরিবেশকে চিনতে গেলে কিংবা পাহাড়ি স্থানীয় মানুষদের আদব কায়দা শিখতে গেলে কোন জিপ গাড়িতে করে নয়, পায়ে হেঁটে পাহাড়ের অলি গলি রস্তা বরাবর হাঁটতে হবে। ফাজিতে কোথাও কোথাও নজরে পড়বে চা পাতার বাগানও। চা বাগানের পাশ দিয়ে পেরলেই গন্ধ পাওয়া যায় সেই সুগন্ধি যুক্ত চা পাতার। এনজেপি থেকে ফাজির দূরত্ব ৪৬ কিলোমিটার। সেখান থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায় ফাজি, আবার আপনি চাইলে কার্শিয়াং হয়েও পৌঁছে যেতে পারেন ফাজিতে। এখানে থাকার জন্য রয়েছে হাতে গোনা কয়েকটি হোমস্টে। থাকার পাশাপাশি সুস্বাদু খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে এইসব হোমস্টেগুলিতে।

Related Articles