ভ্রমণরাজ্যের খবর

ঘুরে আসুন ঐতিহাসিক তেলকুপি থেকে

Tourism of West Bengal

The Truth of Bengal: ভাবলে সত্যিই বড় অবাক লাগে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যেখানে প্রকৃতি উজার করে দিয়েছে তার সবকিছু। কি নেই এখানে?  শুধু মরুভূমি ছাড়া বাকি সব রকমের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা  আমাদের এই বঙ্গভূমি। ঠিক এই রকমই এক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুপ্রাচীন বর্ণময় ঐতিহাসিক স্থান তেলকুপি। একটা ছোট্ট জলাধার, যেদিকে চোখ যায় শুধুই নীল জলরাশি। মধ্যে প্রাচীন জৈন মন্দির অর্ধেক ডুবন্ত অবস্থায় রয়েছে।

বছরে একবার করে এই মন্দিরে পূজা হয়। সূর্যাস্তের সময় এর রূপ হয় অপূর্ব। অমন অপরূপ রূপ আর কোথাও দেখতে পাবেন কিনা সন্দেহ। তাই আর দেরি নয়, একরাশ বিশুদ্ধ বাতাস বুকে নিতে চটজলদি রওনা দিন লাল-পলাশের দেশে। পুরুলিয়ার এই ঐতিহাসিক গ্রাম তৈলকাম্পা বা তেলকুপি এককালে ছিল কর প্রদানকারী সামন্ত রাজ্য। এখানে নাকি একটি বন্দর ও ছিল। অতীতে তৈলকম্প রাজ্যটি দামোদরের দক্ষিণ তীরে কসাই এর উত্তরাংশ পর্যন্ত বিস্তৃত ছিল ।

বর্তমানে তেলকুপি এক বিলুপ্ত ইতিহাসের সাক্ষী অথচ ১৮৭২ সালে যখন  জে ডি বেগলার এখানে মন্দির পরিদর্শনে আসেন তখন তিনি ২২ টি দেব দেউল দেখতে পান। তার রচিত ‘Report of a tour through the Bengal Provinces’ নামক জার্নালে সেই ২২ টি দেউল এর বিস্তারিত তথ্য আছে। 1957 সালে পাঞ্চেত জলাধার তৈরির সময়ে বেশ কয়েকটি দেউল চলে যায় নদী গর্ভে । কোন ভাবে মাথা উঁচিয়ে টিকে রয়েছে তিনটি দেউল । পাশাপাশি দামোদরের লাগায়ো গ্রামগুলিতেও রয়েছে বহু পুরাতাত্ত্বিক নির্দশন, পাথরের বিভিন্ন মূর্তি।

কিভাবে যাবেন ভাবছেন? এখানে যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো, কোলকাতা থেকে আদ্রা রেল স্টেশনে নেমে,  সেখান থেকে অটো নিয়ে রঘুনাথপুর চলে যান । রঘুনাথপুরে থাকার জন্য প্রচুর হোটেল, লজ রয়েছে। সেখান থেকে তেলকুপির দুরত্ব মাত্র ১০ কিমি।

Related Articles