ভ্রমণ

তুলনাহীন তুলিন, মাঘে হয় বাংসাবাবার পুজো

State tourism tulin

The Truth of Bengal: পুরুলিয়া জেলার পশ্চিম প্রান্তে বাংলা ঝাড়খণ্ডের সীমানায় এক অখ্যাত প্রান্তিক গ্রাম তুলিন। ছোট্ট গ্রামটি থেকে দূরে তিরতির করে বয়ে চলেছে সুবর্ণরেখা। চারিদিকে ছোট ছোট টিলা, মেঘের চাদর গায়ে ঢাকা দিয়ে রয়েছে, চারপাশের জঙ্গল আর দিগন্তে তরঙ্গায়িত নীল পাহাড়শ্রেণি। সার বেঁধে ওপার থেকে শ্রমিকদের ছপছপ আওয়াজ তুলে সুবর্ণরেখা পার হয়ে যাওয়া অথবা ঝকঝকে এনামেলের হাঁড়ির পর হাঁড়ি সাজিয়ে সাঁওতাল রমণীদের কূপ থেকে জল বয়ে নিয়ে যাওয়ার ছন্দবদ্ধ দ্রুত পদচারণা, দু একটা পাখির ডাক, সুবর্ণরেখার অস্ফুট কলধ্বনি, শীতের শুকনো পাতা ঝরার রিক্ততা, বসন্তে পলাশ, কুসুমের রক্তিমাভায় রঙিন প্রকৃতি– দুর্দান্ত সব ছবি নিয়েই তুলনাহীন তুলিন।

নীরবে নিভৃতে সুন্দরকে উপভোগ করার মতো জায়গা তুলিনের মতো পুরুলিয়াতে কমই আছে। রোজকার জ্যাম জটে জীবন যখন হাঁসফাঁস তখন উচিত হবে তুলি দিয়ে আঁকা জলরঙের ছবির মতো শান্ত এই গ্রামে কয়েকটা দিন ঘুরে আসা যেতেই পারে। তুলিনকে ঘিরে অনেক জায়গায় ঘুরে বেড়ানো যায়, তুলিন থেকে যে পাহাড়টাকে হাত বাড়ালে ছোঁয়া যায় সেটি হল বাংসা পাহাড়। ঝালদা থেকে বাংসা অটোয় সময় লাগে মাত্র দশ মিনিট। শহরের কোলাহল থেকে পালিয়ে গিয়ে নিশ্চিন্তে নির্জনতার স্বাদ নিতে চাইলে চলে যেতে হবে ছোট্ট পাহাড়ি অজ পাড়াগাঁ বাংসা পাহাড়ের কোলে। তুলিন থেকে হুড্রু ফলস, জোনা ফলস, রাঁচী বা ছিন্নমস্তা মন্দিরও ঘুরে আসা যায়। তবে কোথাও না গিয়ে তুলিনে বসে সময় কাটানো

তুলিনে পৌঁছনোর সোজা উপায় হল হাওড়া থেকে আদ্রা-চক্রধরপুর প্যাসেঞ্জার ধরে সকালে পুরুলিয়া স্টেশন। সেখান থেকে রিকশায় বাসস্ট্যান্ড। তার পর রাঁচির বাস ধরে সোজা তুলিন। এছাড়া পুরুলিয়া শহর থেকে দিনভর বাস ও ট্রেকারে সরাসরি তুলিন। মাঘ মাসে সারা গ্রাম মেতে ওঠে বাংসাবাবার পুজোয়। সকাল থেকে দলে দলে ভক্তরা খালি পায়ে ওঠেন বাংসা পাহাড়ে পুজো দিতে।  সন্ধ্যায় জমে ওঠে মোরগ লড়াই আর রাতে গ্রামবাসীরা মেতে ওঠেন ঝুমুরের তালে।তাই বছরের এই মাঘ মাসই হল তুলিন ঘুরতে যাওয়ার আদর্শ সময়। এখানে থাকতে চাইলে ঝালদায় বনদপ্তরের বিশ্রামগৃহে অথবা নিজস্ব ব্যবস্থায় তাঁবু খাটিয়ে থাকা যায়। এছাড়া পি ডব্লিউ ডি-র বাংলো বুকিং করেও রাত্রিবাস করা যেতে পারে তুলিনে। তাহলে আর ভাবছেন কী। এই উইকেন্ডে চলে আসুন পুরুলিয়ার এই প্রান্তিক গ্রাম তুলিনে।

Related Articles