
The Truth of Bengal: সারা ভারতে ট্রেকের জন্য যতগুলি জনপ্রিয় পর্বত রয়েছে, তার শীর্ষ স্থানে রয়েছে এভারেস্ট। হিমালয় পর্বতমালাসহ পুরো অঞ্চলে একাধিক শৃঙ্গ রয়েছে যেগুলি পর্বতারোহীদের কাছে স্বপ্ন। সেগুলির মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীরের ব্রহ্মা ১ এবং ২। যদিও তুলনামূল এই পর্বতশৃঙ্গ ততটা জনপ্রিয় নয়। কিন্তু যাঁরা একটু ভিন্নধর্মী অ্যাডভেঞ্চারসহ পর্বতারোহন পছন্দ করেন, তাঁরাই এই অভিযানে যান। প্রথমবার ১৯৭৩ সালে ইংলন্ডের ক্রিস বনিংটন ব্রহ্মা এক পর্বত আরোহণ করেন।
১৯৭৮ সালে ইংলন্ডের একটি পর্বতারোহী দল আরোহণ করে এই শৃঙ্গ। তারপর ১৯৭৯ সালে জাপানের একটি পর্বতারোহী দল আরোহণ করে এই শৃঙ্গ। প্রথমবার আরোহণের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই অভিযানের প্রস্তুতি নিয়েছিল সোনারপুরের আরোহী। রুদ্রপ্রসাদ হালদারের নেতৃত্বে ১৫ জনের একটি দল রওনা দেয় সোনারপুর থেকে। দুটি ভাগে ভাগ হয়ে তাঁরা রওনা দেন। প্রথম দলটি যায় ২৭শে জুন। দ্বিতীয় দলটি যায় ৩০শে জুন। পর্বতারোহীদের তরফে জানানো হয়েছে, সোমবার রাতে ১১টা নাগাদ ৫ জন শেরপা ও ৯ জনের দল সামিটের উদ্দেশ্যে রওনা দেয়।
মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁরা সামিট করেন। অভিজ্ঞ পর্বতারোহীদের মতে, জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার অঞ্চলে ব্রহ্মা এক শৃঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ নয়। রুট খুব বেশি জটিল না হলেও, বেশ রোমাঞ্চকর এবং এই শৃঙ্গের আলাদা আভিজাত্য রয়েছে। তুলনামূলক ভাবে বেশি জটিল ব্রহ্মা দুই শৃঙ্গ। তবে ব্রহ্মা এক শৃঙ্গ জয়ে বাংলার মুকুটে আরও একটি শিরোপা যুক্ত হল।