ভ্রমণ

বাড়ছে সোলো ট্রাভেলের প্রবণতা, বেড়াতে যাওয়ার আগে কোন বিষয়ের দিকে নজর রাখবেন

Solo travel trend is increasing among Indians, here are some things to keep in mind before going on a trip

Truth of Bengal: মৌ বসু: সোলো ট্রিপ, মানে একা একা ঘুরতে যাওয়ার একটা প্রবণতা ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু পুরুষরাই নয় মহিলা মহলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই একা একা ঘুরতে যাওয়ার ট্রেন্ড। ভারতীয়দের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে সোলো ট্রাভেলিংয়ের প্রবণতা। নিজের বাজেট অনুযায়ী নিজের পছন্দসই জায়গায় বেড়ানোর ইচ্ছে থেকেই বাড়ছে সোলো ট্রাভেলের প্রবণতা।

আসলে নিজের পছন্দের জায়গা স্বাধীন ভাবে দেখার সুযোগ করে দেয় সোলো ট্রাভেলিং। ২০২৪ সালে আমেরিকান এক্সপ্রেস ট্রাভেল ২০২৪ গ্লোবাল ট্রাভেল ট্রেন্ডসের সমীক্ষায় দেখা যায়, ৮৪% ভারতীয় একা একা বেড়াতে চান। ৪৬% ভারতীয় নিজের সঙ্গে একাত্ম অনুভব করতে চান বলে একা একা বেড়াতে চান। ৩৯% ভারতীয় কর্মব্যস্ত জীবনের থেকে মুক্তি পেতে চান, ৩৪% ভারতীয় স্বাধীনতার স্বাদ পেতে চান বলে সোলো ট্রাভেল পছন্দ করেন।

আপনি যদি মহিলা হন আর একা বেড়াতে চান তাহলে কোন দিকে নজর দেবেন-

১) বেড়ানো মানেই নতুন কিছু দেখা, নতুন কিছু জানার আনন্দ। নিরাপদে বেড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেয়েদের একা বেড়ানোর ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে।

২) কোথায় বেড়াতে যাচ্ছেন সেই জায়গা সম্পর্কে আগে থেকে জেনে রাখুন। ভালো করে হোমওয়ার্ক করে রাখলে কম সমস্যায় পড়বেন।

৩) আত্মবিশ্বাসী থাকুন। আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিন। কারোর দ্বারা প্রভাবিত হবেন না। বেড়ানোর আগে পুরো পরিকল্পনা করে নিন। প্রয়োজনে কোথায় বেড়াতে যাবেন তার তালিকা করে নিন। এতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। খরচও বাঁচবে।

৪) যে জায়গায় বেড়াতে যাচ্ছেন সেখানকার জায়গা, রাস্তাঘাট, যানবাহন সম্পর্কে আগেভাগে জেনে নিন। বেড়ানোর জায়গায় কোথায় থাকবেন সেটা আগে থেকে ছকে নিন।

৫) প্রতিটি জায়গার আলাদা সংস্কৃতি, ঐতিহ্য রয়েছে। রয়েছে আলাদা বৈশিষ্ট্য। সে সম্পর্কে একটু পড়াশোনা করে নিন। বেড়ানোর সময় খুব বেশি টাকাপয়সা, গয়না পরবেন না। ঘোরাঘুরির সময় আত্মবিশ্বাসের সঙ্গে ঘোরাফেরা করবেন যাতে কেউ বুঝতে না পারে যে আপনি একা, নতুন সেই জায়গায় এসেছেন। ঝামেলায় জড়াবেন না। আশপাশের সবদিকে নজর রাখুন। নির্জন জায়গায় যাবেন না। ব্যস্ত জায়গায় যাবেন। অচেনা কারোর থেকে খাবার খাবেন না।

৬) নিজের সঙ্গে বেশি মালপত্র নেবেন না। হালকা মালপত্র নেবেন। চলাফেরা করার সময় আরাম পাবেন। এক জায়গায় সব টাকা রাখবেন না। আলাদা আলাদা জায়গায় টাকা রাখুন। পরিজনদের নিয়মিত আপডেট দেবেন কোথায় যাচ্ছেন। ট্রাভেল বিমা করিয়ে রাখবেন।

৭) মোবাইল ফোন, মানিব্যাগ, টাকাপয়সার মতো গুরুত্বপূর্ণ জিনিস সামলে রাখবেন।

Related Articles