ভ্রমণ

Reshamgaon: শহুরে ক্লান্তি দূর করতে চান? কালিম্পং পাহাড়ের কোলে লুকিয়ে থাকা শান্ত গ্রাম ‘রেশমগাঁও’ ঘুরে আসুন

পর্যটকদের ভিড় এখন কম নিরিবিলি গ্রামে। জনবসতি কম বলে নির্জন পরিবেশ মিলবে।

Truth of Bengal: কালিম্পং পাহাড়ের কোলে লুকিয়ে আছে শান্ত, নির্জন গ্রাম রেশমগাঁও। শহুরে নাগরিক জীবনযাপনে ক্লান্ত লাগলে কয়েক দিন নিরিবিলিতে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা হল রেশমগাঁও। চারপাশে সবুজ পাহাড়, নির্জন প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তিতে কাটানোর জন্য রেশমগাঁও এখন ধীরে ধীরে পর্যটকমহলে জনপ্রিয় হয়ে উঠেছে। তবুও পর্যটকদের ভিড় এখন কম নিরিবিলি গ্রামে। জনবসতি কম বলে নির্জন পরিবেশ মিলবে।

পাহাড়ি সংস্কৃতি, গ্রামের বাসিন্দাদের সহজ সরল সাদামাঠা জীবনযাপনের স্বাদ মিলবে এখানে। এখানে প্রকৃতির সান্নিধ্যকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। একদিকে যেমন পাখির কলরব শুনে ঘুম ভাঙবে তেমনই রাতের নিস্তব্ধতা চুপচাপ উপভোগ করতে পারবেন। শীতের আবহাওয়া গ্রামের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তোলে। শীতে ঠান্ডার তীব্রতা বাড়ে। তবে সে সময় ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার। মেঘমুক্ত পরিষ্কার আকাশে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। শীতে রেশমগাঁও আসলে পর্যাপ্ত শীতপোষাক নেবেন।

কীভাবে যাবেন, কোথায় থাকবেন

রেশমগাঁও আসতে চাইলে প্রথমেই পৌঁছতে হবে বাগডোগরা বিমানবন্দর বা নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়িতে চেপে কালিম্পং হয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় রেশমগাঁও। থাকার জন্য বেশ কিছু হোম স্টে রয়েছে। তবে আগে থেকে বুকিং করে আসুন।

Related Articles