ভ্রমণ

এবারের পুজোয় ডেস্টিনেশন কালিম্পংয়ের অফবিট স্পট

Tourism of West Bengal

The Truth of Bengal: একঘেঁয়েমির লাইফ থেকে মুক্তি পেতে চান? মনটা পাহাড়-পাহাড় করছে? তাহলে এবারে ঘুরে আসুন কালিম্পং থেকে। একটা সময় ছিল যখন কালিম্পং বলতেই বাঙালি লাভা-লোলেগাঁও বুঝত। আর এবারে এই জায়গাগুলোকে ঘিরেই গড়ে উঠল আরও নতুন ট্যুরিস্ট স্পট। কালিম্পং জেলার ছোট্ট গ্রাম তন্দ্রেবং।

নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের কোলে অবস্থিত তন্দ্রেবং। কালিম্পং থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এখনও পর্যন্ত এখানে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় না। তাই প্রাকৃতিক নির্জনতা খুঁজলে চলে আসতে পারেন তন্দ্রেবংয়ে। আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ও হিমালয়ের অবয়ব। তন্দ্রেবংয়ের আশেপাশে রয়েছে লাভা, রিশপ, কোলাখাম। এছাড়া ঘুরে দেখতে পারেন চাঙ্গে জলপ্রপাত।

অপরদিকে, সেই আকর্ষণীয় স্পটের তালিকাতেই স্থান পেয়েছে লোয়ার সন্তুক। রেলি নদীর তীরে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম। তবে, বেশিরভাগ পর্যটক আপার সন্তুককেই বেছে নেন ছুটি কাটানোর জন্য। ভিড়ভাট্টা এড়াতে চাইলে আপনি লোয়ার সন্তুকেও থাকতে পারেন। চারধারে সবুজে ঘেরা পাহাড়, মাঝখান দিয়ে অবিরাম বয়ে চলেছে রেলি নদী। এই নদীর ধারেই খুঁজে নিন রাত কাটানোর আস্তানা। তাহলে আর দেরি কীসের? চটপট টিকিট কেটে ফেলুন আর পাড়ি দিন বাংলার এই অফবিট ডেস্টিনেশনে।

Related Articles