
The Truth of Bengal: হিমাচল প্রদেশের অপূর্ব সুন্দর শৈল শহর হল খাজ্জিয়ার। এখানে বেড়াতে নয়, অবকাশ কাটাতে যান পর্যটকরা। প্রকৃতির অপূর্ব রূপ, নিঃস্তব্ধতা এবং একান্ত অবকাশ পর্যটকদের মনকে শান্ত করে। সারাবছর এখানে প্যারাগ্লাইডিং করেন ভ্রমণপিপাসুরা। এছাড়া ঘুরে আসতে পারেন খাজ্জিয়ার হ্রদে। এই হ্রদের ধারে বসে আপনি মনের ক্লান্তি দূর করতে পারবেন। দর্শন করে আসতে পারেন এখানকার খাজ্জি নাগ মন্দিরেও। দিন পাহাড়িয়া এলাকায় অবস্থিত প্রায় ৮০০ বছরের পুরোনো মন্দির এই শহরের অন্যতম আকর্ষণের কেন্দ্র।
বাইরে থেকে আগত দর্শনার্থীরা ইচ্ছে হলে ট্রেকিং-এ যেতে পারেন। স্থানীয়দের জিজ্ঞাসা করলেই এর ব্যবস্থা হয়ে যাবে। পায়ে হেঁটে বা গাড়িতে চড়ে গ্রামটি ঘুরে বেড়ানোর সুযোগ থাকে। পাহাড়িয়া জীবনযাত্রার অভিজ্ঞতাই আলাদা। এখান থেকে কৈলাস পর্বতকে স্পষ্টভাবে দেখা যায়। চারপাশে তুষারশুভ্র প্রকৃতির অপূর্ব রূপ, নিঃস্তব্ধতার জন্য খাজ্জিয়ারকে বলা হয় ভারতের মিনি সুইজারল্যান্ড। যদিও তুষারপাতের সময় খাজ্জিয়ারের সৌন্দর্য দেখে সুইজারল্যান্ডও ইর্ষা করবে। মাত্র ১০ হাজার টাকারও কম খরচে এই মনোমুগ্ধকর স্থানটি ঘুরে দেখতে পারেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে হলে এই জায়গাটি সেরা কারণ নিরিবিলিতে কিছুদিন সময় কাটানোর জন্য এই জায়গাটি একেবারে আদর্শ। তাই হনিমুন ডেস্টিনেশন হিসাবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে খাজ্জিয়ার।
এবার ভাবছেন কীভাবে যাবেন ? রেলপথে আপনাকে কাংড়া ভ্যালি রেলওয়ে সার্ভিসের উপর নির্ভর করতে হবে।তার পর সড়ক পথ । বাসে করেও পৌঁছে যেতে পারেন এই অঞ্চলে । থাকা-খাওয়ার জন্য এখানে আপনি বেশ কিছু রিসর্ট এবং হোটেল পাবেন। তাহলে আর দেরি কিসের হাতে যদি সময় থাকে তাহলে সোজা চলে যান উত্তর ভারতের সুইজারল্যান্ড খাজ্জিয়ারে।