
The Truth of Bengal: পুরুলিয়ার সৌন্দর্য্য এক অজানা পথের বাঁকে হারিয়ে যাওয়া কোন মায়া সভ্যতা যেন। পলাশ ফুল, লাল মাটি, আর অযোধ্যা পাহাড়। পাহাড়ী ঝরনা, ঘন গভীর শাল পিয়াল, মহুয়ার জঙ্গল আর সেই সঙ্গে ছৌ নাচের আসর। সব মিলিয়ে পুরুলিয়ার সৌন্দর্য আপনাকে যে মন্ত্রমুগ্ধ করে রাখবে সে বলাই বাহুল্য। আছে নদী, জল, ঝিল, রাজবাড়ী, জমিদারদের বাড়ি, মন্দির, দেউল, অবশ্যই বাঁধ, মুরুগুমা বাঁধ।
এই নদীর স্রোতের কথাই আছে বেশ কয়েকটি বাঁধ অবশ্যই সেই সুন্দরবাদগুলির মধ্যে অন্যতম বাঁধ পুরুলিয়ার সৌন্দর্যের এখনো তম দর্শনীয় স্থান। যা আপনার মনোযোগ আকর্ষণ করবেই করবে। মরুভূমের অর্থ কি জানেন স্থানীয় লোকেদের মতে ময়ূরদের জন্য বাড়ি এই ড্যামের নীল জল এতটাই পরিষ্কার যেন মনে হবে আপনি আন্দামানের কোন এক দ্বীপপুঞ্জে রয়েছেন। ময়ূরের বাড়ি মানে এমন এক স্বর্গ নগরী এটা কেউ কখনো না দেখলে বুঝতেই পারবে না। মরুভূমি বাদ হচ্ছে পুরুলিয়ার সেই সৌন্দর্য যা আপনি প্রত্যক্ষ না করলে বুঝতে পারবেন না।
এই বর্ষায় অবশ্যই ঘুরে আসতে পারেন পুরুলিয়ার মরগুমাবাদ সাধারণত অযোধ্যা পাহাড় পুরুলিয়া বলতে চোখের সামনে ভেসে ওঠে কিন্তু তার বাইরেও এমনও অনেক দর্শনীয় স্থান রয়েছে যা নিয়ে আমরা হয়তো ততটা ভাবি না আর সেই ভাবানোর কাজটাই তো ভ্রমন কথা করবে। ড্যামটি ঘন জঙ্গল এবং অনেক ছোট ছোট সবুজ পাহাড় দিয়ে ঘেরা অপরূপ সৌন্দর্যে ভরপুর। দেখে মনে হবে আপনি যেন দার্জিলিংয়ে আছেন। মরুগুমা গ্রাম এবং বাধ অবস্থান করছে অযোধ্যা পাহাড়ের ঠিক পাশেই। এবং বিখ্যাত উপজাতিগ্রাম বেগুনকোদার বেশ কাছেই অবস্থিত। এই বাঁধ জল সঞ্চয় করে এবং সেই জল মুলত কৃষিতে ব্যবহৃত হয়।