ভ্রমণ

একপাশে নদী একপাশে চা বাগান , পিকনিকের সেরা ঠিকানা মহুয়া

Mahua is the best destination for a tea garden picnic on one side of the river

Truth Of Bengal : বছরের প্রথমেই বেশ ভালোই শীত কাল উপভোগ করছেন বাংলার মানুষ। এবার ঘুরতে যাওয়ার পালা। এই শীতে ঘুরতে গিয়ে পিকনিক করা। এ এক আলাদা অনুভূতি। আর এই অনুভূতির সাক্ষী থাকতে গেলে আপনাকে পৌঁছে যেতে হয় আলিপুরদুয়ারে অবস্থিত সুন্দর এক পিকনিক স্পট মহুয়ায়।

শীত মানেই ঘুরতে যাওয়ার জন্য মন একেবারে উড়ু উড়ু করে। শীতের এই মিঠে রোদ গায়ে মেখে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর এই শীতে ঘুরতে যাবেন অথচ পিকনিক করবেন না ? তা বললে কি হয় নাকি। তাই এই শীতে ঘুরতে যাওয়া আর পিকনিকের মজা উপভোগ করতে পৌঁছে যান আলিপুরদুয়ারে। সেখানে রয়েছে চা বাগান আর নদীতে ঘেরা এক সুন্দর পিকনিক স্পট। যেখানে গেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার পাশাপাশি আপনি পিকনিক করার আনন্দটাও উপলব্ধি করতে পারবেন। আলিপুরদুয়ারের এই পিকনিক স্পটের নাম রাখা হয়েছে চা বাগানের নাম অনুযায়ী। আর এই পিকনিক স্পটের নাম হল মহুয়া পিকনিক স্পট। কেবল জেলা নয়, জেলার বাইরেও বহু মানুষ এখানে আসেন পিকনিক করতে।

মহুয়া চা বাগান ছিল পূর্বে সরকারি চা বাগান। বর্তমানে যা বন্ধ রয়েছে। শীত বাড়লেই এই পিকনিক স্পটে দেখা যায় ভিড়। মহুয়া চা বাগানের মধ্যে দিয়ে চলে গিয়েছে সরু পথ। সেই সরু পথ ধরে সামনেই দিকে এগোলেই পড়বে সেই পিকনিক স্পট। তোর্ষা নদীর ঠাণ্ডা হাওয়া যখন এসে লাগবে আপনার গায়ে তখন গা যেন শিউরে উঠবে আপনার। দূরের দিকে খাড়া পাহাড়। সেই পাহাড়ের এক ফাঁক দিয়ে সন্ধ্যে হলে সূর্যাস্ত যাওয়া দেখা। এই সবকিছু পাওয়া যায় আলিপুরদুয়ারের মহুয়া পিকনিক স্পট আসলে। তাই দেরি না করে এই জানুয়ারির মধ্যেই শীতের আমেজ উপভোগ করার পাশাপাশি চুটিয়ে পিকনিক করে আসুন মহুয়া থেকে।

Related Articles