ট্রেক করতে পছন্দ করেন? ঘুরে আসুন হিমাচলের মুন লেক থেকে
Love to trek? Take a tour from Himachal's Moon Lake

Truth Of Bengal: একটা শান্ত, স্নিগ্ধ, স্বচ্ছ লেক আর সামনেই বরফে ঢাকা পাহাড় যার প্রতিফলন এসে পড়েছে লেকের জলে। এমন একটা দৃশ্যের সাক্ষী থাকতে হলে আপনাকে চলে যেতে হবে হিমাচল প্রদেশের চন্দ্রতাল লেক। এই লেককে অনেকে মুন লেকও বলে থাকেন।
হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির সমুদ্র টাপু মালভূমির উপরে এই লেক। অর্ধচন্দ্রাকার আকৃতির মতো দেখতে এই লেক তাই একে বলা হয় চন্দ্রতাল লেক। সমুদ্রতল থেকে প্রায় ৪২৫০ মিটার উঁচুতে এই লেক। চন্দ্রতাল লেক এ ট্রেক করা এক অসম্ভব দারুণ অভিজ্ঞতা। এখানে ট্রেক করতে চাইলে আপনার অন্তত ২-৩ বার ট্রেক করার অভিজ্ঞতা প্রয়োজন। কারণ যেহেতু সমুদ্রতল থেকে অনেকটা উঁচুতে উঠতে হয় তাই অভিজ্ঞতা থাকলে ট্রেক করতে সুবিধা হবে। ট্রেক করার মোট রাস্তা ৮০ কিলোমিটার। সবমিলিয়ে চন্দ্রতাল লেক ট্রেক করা এক দারুণ অনুভূতি।
চন্দ্রতাল লেক যাওয়ার সেরা সময় হল জুন থেকে অক্টোবর মাস। বছরের একদম শুরুতে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি নাগাদ এখানে প্রচুর বরফ পাওয়ার সম্ভাবনা থাকে অগস্ট আসতে আসতে বরফের পরিমাণটা কমতে থাকে ফলে এইসময় ট্রেক করা সহজ।
আবার অক্টোবরের দিক থেকে স্নো ফল হওয়ার সম্ভাবনা থাকে। হিমাচলের এই জায়গায় যেতে হলে আপনাকে যেতে হবে মানালি। মানালি থেকে কেলং আর কেলং থেকে বাতাল হয়ে আপনি পৌঁছে যাবেন চন্দ্রতাল। বাতাল থেকে চন্দ্রতাল ১৮ কিলোমিটারের ট্রেক। সময় লাগবে ৫-৬ ঘণ্টা। ট্রেকে যাওয়ার রাস্তায় পড়বে লাহাউল পাস, মিনার পিকস, তালাগিরি পিকস, তারা পাহাড় এবং মুলকিলা। সেইদিনটা চন্দ্রতালেই থাকুন। রাতের মনোরম পরিবেশ আর পাহাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন। আসলে চন্দ্রতাল লেকে গেলে আশেপাশে এতকিছু দেখার থাকে যে একদিনে সবটা দেখে শেষ করা যায় না। ফলে আরও একদিন হাতে সময় নিয়ে থাকলে মনে শান্তি রেখে ঘুরতে পারবেন। এখানে থাকার জন্যে পেয়ে যাবেন অনেক হোমস্টে। তাহলে আর দেরি না করেই ব্যাগ কাঁধে তুলে বেরিয়ে পড়ুন হিমাচলের এই মুন লেকের উদ্যেশে।