ভ্রমণ

বর্ষায় চলুন কেওনঝড়, জল-জঙ্গল আর পাহাড়ে মেতে উঠবে মন

Let's go to Keonjhar in Monsoon, the water-forest and the mountains will make the mind happy

Truth Of Bengal : দীর্ঘদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি? চার দেওয়ালের বাঁধন ছেড়ে মন চাইছে, কোথাও ঘুরতে যেতে? তবে আর দেরি না করে চলুন আপনার জন্য পড়শি রাজ্য ওড়িশার এক ছোট্ট জনপদের সন্ধান দেওয়া যাক। জায়গাটি হল সবুজ অরণ্য, চঞ্চল ঝর্ণা, শিলা বিন্যাস আর পার্বত্য উপত্যকার মেলবন্ধনে গড়ে ওঠা উপজাতি প্রধান জেলা কেওনঝড়। যেখানে পৌঁছে গিয়ে আপনি পেতে পারেন অনায়াসে মুক্তির স্বাদ।

শোনা যায় হালকা ঝিঁঝি পোকার ডাক। চারিদিকে সানাঘাগড়া জলপ্রপাতের শব্দ আর দিগন্ত জোড়া সবুজের সমারোহ। আছে খন্ডধারা জলপ্রপাত। বেশ কিছু সিঁড়ি ভেঙে পৌঁছাতে হয় ভিউ-পয়েন্টে। জল পাহাড়ের গা বেয়ে নেমে এসে ঝাঁপিয়ে পড়ছে নীচের জলাশয়ে। সে এক অপূর্ব মনোরম দৃশ্য। যেখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে। এখানে আছে একটা ছোট্ট মন্দির যেখানে পৌঁছতে গেলে উঠতে হয় বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে।

সানাঘাগড়া জলপ্রপাতকে কেন্দ্র করে একটা পার্ক আছে আর আছে ছোট লেকে নৌকাবিহারের ব্যবস্থা। সময় কাটাতে বেশ উপযোগী এই জায়গা। এখানে আছে কেওনঝড় জগন্নাথ মন্দির। আছে লব-কুশ পাহাড়। তাছাড়াও এখানে আছে বড়-বড় পাথরের পাহাড়। মাঝে গুহার ভিতর ছোট্ট একটি মন্দিরও রয়েছে সেখানে।

কিভাবে যাবেন?

হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে বারবিল স্টেশনে নেমে সেখান থেকে আরও দু’ঘণ্টার যাত্রা শেষে পৌঁছে যেতে পারেন কেওনঝড়।

থাকার জায়গা

আপনি যদি রাতে থাকতে চান তাহলে আপনি পেয়ে যেতে পারেন নির্ধারিত থাকার জায়গা সানাঘাগড়া নেচার ক্যাম্প।

Related Articles