ভ্রমণ

দার্জিলিং থেকে ৩৪ কিলোমিটার দূরে রূপকথার যেন স্বপ্নের দেশ লামাগাঁও

Lamagaon, a fairytale-like dreamland, is 34 kilometers from Darjeeling.

Truth Of Bengal: ঠিক যেন রূপকথার কোন স্বপ্নের দেশ। একাকী হেঁটে চলা দুই পাহাড়ের মাঝখান বরাবর সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকাজুড়ে। কোথাও পাইন বন, কোথাও অর্কিডের বাগান আবার কোথাও নাম না জানা রঙবেরঙের পাহাড়ি ফুলের বাগান। যা দেখে মুগ্ধ না হয়ে কেউ থাকতে পারবেন না। পাইন বনের ফাঁক দিয়ে সূর্যের সোনালী কিরণ এসে পড়ছে সবুজ ভেলভেটের ন্যায় ঘাসের উপর। ভাবছেন এই সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য কোথায় হবে? বলছি লামা গাঁওয়ের কথা।

যা দার্জিলিং থেকে ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে লামাগাঁওয়ের উচ্চতা ৫২০০ ফুট। দূর থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। ঘন সবুজের আস্তরনে মোড়া কৃষি প্রধান গ্রাম হল এই লামাগাঁও। পুরো গ্রামে বিছানো রয়েছে স্কোয়াশের চারা। এছাড়াও আলু মুলো মোটর আরও নানা ধরনের সবজির চাষ করা হয়ে থাকে এই গ্রামে। লামা গাঁওয়ে অল্প বিস্তর তুষারপাতও হয়ে থাকে।

আপনি যদি এই গাঁওয়ে আসতে চান তাহলে এনজেপি হয়ে আসতে হবে। যার দূরত্ব ১০৫ কিলোমিটার। এনজেপি থেকে এই গ্রামে আসতে সময় লাগবে সাড়ে ৫ ঘণ্টা। এই গ্রামের পাশ দিয়েই বসে চলেছে রঙ্গ নদী। যে নদীর প্রবাহপথে বসে আপনি ঘণ্টার পর ঘণ্টা সময় পের করে দিতে পারবেন। লামাগাঁও থেকে আপনি ঘুরে নিতে পারেন বিজনবাড়ি। দেরি না করে এই শীতের মরসুমে তাই ঘুরে আসুন এই সবুজে ঘেরা গ্রাম থেকে।

Related Articles