ভ্রমণ

মন চায় পাহাড়-নদী আর চোখ চায় সবুজ? তাহলে আজকের ঠিকানা পুরাণ ও প্রকৃতির মায়ায় কোলাপুর

Kolhapur tourist center of Maharashtra

Truth of Bengal: মনে ভ্রমণের আশ কিন্তু ঠিকানার অভাব? মন চায় পাহাড়-নদী আর চোখ চায় সবুজ? তাহলে আজকের এই ঠিকানা আপনাদের জন্য। এ জায়গা নিজের একাধিক গুন ও রূপের কারণে জয় করেছে ভ্রমণ পিপাসুদের মন। এটি হল মহারাষ্ট্রের কোলাপুর। এখানে রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। এমনকি এখানকার গহনার অনন্য ডিজাইন ও কোলাপুরি চপ্পল আপন রূপ ও গুনে অর্জন করেছে খ্যাতি।

প্রকৃতি তার রুপ-রং ঢেলে সাজিয়েছে মহারাষ্ট্রের কোলাপুর শহরকে। এখানে আপনি দেখতে পাবেন নদী, পাহাড়, পুরানো রাজ বাড়ি ও সবুজে মোড়া সুন্দর মনোরম দৃশ্য। এখানে রয়েছে এক মস্ত বড় ঝিল। এই ঝিলে মনোরম দৃশ্য উপভোগ করার সব থেকে ভালো সময় সূর্যদয় আর সূর্যাস্ত। এখানে আসলে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে, কারণ দেখার মতো এত কিছু রয়েছে যেটা অল্প দিনে সম্পূর্ণ করা অসম্ভব।

কোলাপুর নিয়ে এক চর্চিত পৌরাণিক কাহিনী রয়েছে। বলা হয়, এককালে কোলাসুর নামে এক রাক্ষসের অত্যাচারে অতিষ্ট হয়ে স্থানীয় মানুষ মা মহালক্ষীর দ্বারস্থ হয়। ভক্তদের কষ্ট দূর করতে মা মহালক্ষ্মী টানা ন’দিন যুদ্ধ করে দুষ্টু কোলাসুরকে পরাজিত করেন। এদিকে হেরে গিয়ে হয়ে মা মহালক্ষীর কাছে ওই অসুর এক বর চান, যেখানে তিনি বলেন এই শহর যেন আজীবন তার নামেই পরিচিত হয়‌। তখন থেকেই এই শহরের নাম কোলাপুর। অনেকের কাছে এটি দক্ষিণী কাশী নামেও পরিচিত। পবিত্র পঞ্চগঙ্গা নদীর তীরে অবস্থিত মহালক্ষ্মী মন্দির। এটি নাকি ভারতের ১৮ শক্তির মধ্যে একটি। বর্তমানে এই মন্দিরের বয়স প্রায় ১৪০০ বছর।

কিভাবে যাবেন?

কোলাপুর যেতে গেলে প্রথমে ট্রেন বা ফ্লাইটে করে পৌঁছে যেতে হবে মুম্বাই সেখান থেকে আবার ট্রেন বা বাসে করে পৌঁছে যাওয়া যাবে আপনার গন্তব্য কোলাপুর।

কোথায় থাকবেন?

আপনার বাজেট অপ্ল হোক বা বেশি কোলাপুরে সবার জন্য থাকার ব্যবস্থা রয়েছে। এখানকার বেশিরভাগ হোটেল তারারানী চকের কাছে পাবেন, যা কোলহাপুর শহরের কেন্দ্র থেকে মাত্র 10 মিনিট দূরে অবস্থিত। সরকারী গেস্ট হাউসও রয়েছে, তবে সেখানে আপনাকে আগে থেকেই রুম বুক করতে হবে।

Related Articles