
The Truth of Bengal: প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে, তেমনই আছে সুন্দর স্থাপত্য এবং ঐতিহ্য। দক্ষিণের রাজ্য কর্ণাটকের গুরুত্ব বাড়িয়েছে এই সবকিছুর সমাহার। দেশের জনপ্রিয় পর্যটন-গন্তব্য হিসেবে রাজ্যটি পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের। প্রাচীন কাল থেকে দক্ষিণ ভারতীয় সাম্রাজ্যের কেন্দ্রস্থলে রাজ্যটি ঐতিহাসিক গুরুত্বেও এগিয়ে আছে। পর্যটন সম্পদে রীতিমতো সমৃদ্ধ কর্নাটক। ইতিহাস, স্থাপত্য, জঙ্গল, সমুদ্র, পাহাড়— কী নেই এই রাজ্যে। সেই জন্য বোধহয় এই রাজ্যের পর্যটনের স্লোগান ‘এক রাজ্য, অনেক বিশ্ব’।
কর্ণাটকে অনেক দেখার আছে। কর্ণাটক ভ্রমণে গেলে তালিকায় রাখুন গোকর্ণ। এখান সৈকত আপনার মন ভরিয়ে দেবে। ওম সৈকত, কুদলে সৈকত, গোকর্ণ সমুদ্র সৈকত এবং মিরজান ফোর্ট হল গোকর্ণের প্রধান আকর্ষণ। প্রতিবছর এই সৈকতে আসেন বিশ্বের বহু পর্যটক। কোলাহলমুক্ত জায়গা হিসেবে এটি অন্যতম সেরা জায়গা। সমুদ্রের ঢেউয়ের গর্জন, পাখির কোলাহল, মন্দিরের ঘণ্টাধ্বনি এবং মন্ত্রের সুর শুনতে শুনতে মনে নেমে আসবে অপার শান্তি।
এখানে বালুচর ধরে দক্ষিণ দিকে হাঁটলে সমুদ্রতট গিয়ে মেশে পাহাড়ের সঙ্গে। আবার পাহাড় পার হলেই আর একটা সমুদ্র সৈকত। সেই সৈকত শেষ হলে আবার পাহাড়। পাহাড় আর সমুদ্র সৈকতের এমনই সহাবস্থান এখানে। পাহাড়ের ওপর থেকে দেখতে পাবেন নীচের বিস্তৃত আরব সাগর। পাহাড়ের গায়ে আঁছড়ে পড়ছে ঢেউ। শুধু সৈকত নয়, এখানকার ধর্মীয় পরিবেশ আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। গোকর্ণকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। বহু মানুষ তীর্থ করতে গোকর্ণ আসেন। পর্যটনের পাশাপাশি ধর্মীয় সফর– দুটে একসঙ্গে সেরে নিয়ে পারেন এই জায়গায়।