
The Truth of Bengal: উত্তরবঙ্গ ঘুরতে যান যারা তাঁদের কাছে পরিচিত নাম। মূর্তি বেড়াতে এসে তাঁরা ঝালং ঘুরে আসতে ভোলেন না। শিলিগুড়ি থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটির পরিবেশ মন কাড়বেই। এখন উত্তরবঙ্গের পর্যটনের অন্যতম পরিচিত জায়গা হয়ে উঠেছে ঝালং। জায়গাটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শেষ গ্রাম বলে পরিচিত। ঝালংয়ের পর থেকেই শুরু হয়ে যায় ভুটান সীমান্ত। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য একেবারে আদর্শ জায়গা।
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে দেওয়ার মতো। চারিদিকে নির্জন-নিস্তব্ধ পরিবেশ। যারা কোলাহল পছন্দ করেন না, তাঁরা নির্জনতা উপভোগ করতে বেছে নেই এই জায়গাটি। যেখানে ঝর্নার জল এবং জলঢাকা নদীর বয়ে চলা হালকা শব্দ এক অন্যরকম পরিবেশে নিয়ে যাবে আপনাকে। চারিদিকে সবুজে ভরা গ্রামটি এককথায় অসাধারণ। ঝালং যাওয়ার জন্য নিউজলপাইগুড়ি থেকে গাড়ি বুক করে যাওয়া যায়। থাকার জন্য আছে সাজানো গোছানো রিসর্ট ঝালং রিভার ক্যাম্প। যা পশ্চিমবঙ্গ সরকারের বন দফতর দ্বারা পরিচালিত।
এই রিসর্টে আছে সব রকমের সুযোগসুবিধা। সুন্দর এই ভ্যালিতে বয়ে চলেছে জলঢাকা নদী, নদীর ওপর বড় বড় বোল্ডার, নদীর দুদিকে পাহাড় আর জঙ্গল। জলঢাকার শান্ত নিবিড় বয়ে চলা, সামনের পাহাড়, নীল আকাশ, মেঘেদের আনাগোনায় আপনি ভেসে যেতে পারবেন অন্য জগতে। নেমে পড়তে পারেন জলে। আবার বোল্ডারে বসে জলে পা ডুবিয়ে অনেকটাই সময় কাটিয়ে দিতে পারেন।এই পর্যটনক্ষেত্রকে কেন্দ্র করে চারপাশে ছোট ছোট অনেকগুলি কাঠের বাড়ি তৈরি হয়েছে। চাইলে সেখানেও থাকতে পারেন। কয়েকটি দিন কাটনোর জন্য ঝালং সত্যিই অসাধারণ জায়গা।