মন্দির ঘুরতে ভালবাসের? মিলনমেলা জগন্নাথ জীউ মন্দির হয়ে উঠেছে দারুণ একটি পর্যটনক্ষেত্র
Jagannath Jiu Mandir Tour

The Truth Of Bengal : বিভিন্ন সংস্কৃতি, উপজাতি এবং ধর্মীয় গোষ্ঠীর বাস ত্রিপুরায়। উত্তর পূর্ব ভারতের পাহাড় ঘেরা রাজ্য ত্রিপুরার সৌন্দর্য দেখার মতো। প্রাকৃতিক পরিবেশ থেকে থেকে ইতিহাস– এই রাজ্যে দেখার জিনিস আছে প্রচুর। কয়েক দিনের জন্য এই রাজ্যে ঘুরতে এলে সবকিছু দেখে নেওয়া যায়। অনেক দ্রষ্টব্যস্থানের মধ্যে আজ আপনাদের নিয়ে যাব রাজধানী আগরতলার শ্রী জগন্নাথ জীউ মন্দিরের। মন্দিরটির শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বর্তমানে মন্দিরটি পরিণত হয়েছে ত্রিপুরা রাজ্যের অন্যতম পযর্টন কেন্দ্র হিসেবে।
সুউচ্চ মন্দিরটি আয়তনে বিশাল না হলেও নির্মাণে অনেক বিশেষত্ব আছে। ত্রিপুরার স্থাপত্যকলার অনন্য নিদর্শন মন্দিরটি। এটি আট কোণা বিশিষ্ট। প্রতিটি কোণে একটি করে স্তম্ভ রয়েছে। মন্দিরের চূড়ায় দেব-দেবী, লতা-পাতা দিয়ে অলঙ্করণ করা হয়েছে।
বিশাল প্রবেশদ্বারটি বিশেষ ভাবে নির্মিত। মূল মন্দিরের সামনে দেব-দেবীদের বাহন হাতি, ঘোড়া ও সিংহের মূর্তি আছে। মন্দিরের পেছনের দিকে রয়েছে একটি পুকুর। পুকুরটির চারধার দেব-দেবীর প্রতিমা বসানো আছে। পুকুরটির মাঝখানে আছে দেবী দুর্গার একটি প্রতিমা।
এই মন্দিরটি বানিয়েছিলেন রাজা রাধাকিশোর মানিক্য। এক সময় মন্দিরটি ভগ্নদশা ও জঙ্গলে পরিণত হয়। ১৯৭৬ সালে মন্দিরটি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দেখভাল শুরু করে। এরপর ভক্তদের সহযোগিতায় মন্দিরটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়। মন্দির চত্বরে অতিথিদের থাকার জায়গা আছে। পুরো চত্বরে রয়েছে ফুলের বাগান। যা মন্দিরের পরিবেশকে আরও নয়নাভিরাম করে তুলেছে। রাজ্যের তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু মানুষ এখানে আসেন। চন্দন যাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা, ঝুলনযাত্রা উৎসবে বহু মানুষের আগমনে মিলনস্থলে পরিণত হয় মন্দির চত্বর।
FREE ACCESS