ভ্রমণ

একটা দিনের জন্য ঘুরে আসুন ১২ টি জ্যোতির্লিঙ্গ

West Bengal Tourism

The Truth of Bengal:অনেক ভ্রমনপিপাসুদের ভ্রমন তালিকার মধ্যে বেশ কিছু জায়গা থাকে যেখানে তারা যাবেন বলে ঠিক করে রাখেন। তেমনই আপনারও কী এমন কোন লিস্ট আছে? যদি এমন কোন লিস্ট থেকে থাকে তাহলে সেখানে আরও একটি নাম আপনি যোগ করতে পারেন। সেটি হল হাওড়ার বঙ্গেশ্বর মন্দিরে। যার আরেক নাম হাওড়ার নতুন মন্দির। উত্তর হাওড়ার এই বঙ্গেশ্বর মন্দির প্রাঙ্গণে ১২ টি জ্যোতির্লিঙ্গকে একত্র করা হয়েছে। সবকটিরই রেপ্লিকা বানানো হয়েছে। ২০১৫ সালে এই মন্দিরের ৫১ ফুট উঁচু মূর্তির উন্মছন করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই মন্দিরের বিশেষত্বই এই ৫১ ফুট উঁচু  ভোলেনাথের মূর্তি।

এই ১২ টি জ্যোতির্লিঙ্গ হল, রামেশ্বরম যা তামিলনাড়ুতে অবস্থিত। ওমকারেশ্বর, মধ্যপ্রদেশে অবস্থিত। সোমনাথ, গুজরাতে অবস্থিত। মল্লিকার্জুন, অন্ধ্র প্রদেশে অবস্থিত। মহাকালেশ্বর, উজ্জইন মধ্যপ্রদেশে অবস্থিত। কেদারনাথ, উত্তরাখণ্ডে অবস্থিত। ভীমাশঙ্কর, মহারাষ্ট্রে অবস্থিত। বিশ্বেশ্বর কাশী বিশ্বনাথ, বেনারসে অবস্থিত। ত্র্যম্বকেশ্বর, মহারাষ্ট্রে অবস্থিত। বৈদ্যনাথ ধাম, দেওঘর ঝাড়খণ্ড। নাগেশ্বর, গুজরাতে অবস্থিত এবং ঘূষমেশ্বর যা মহারাষ্ট্রে অবস্থিত। এই সবকটিকে একসাথে বানানো হয়েছে এই মন্দিরে।

আপনি শিব ভক্ত হোন বা নাই হোন এই জায়গাটি আপনার ভাল লাগতে বাধ্য। শান্ত নিরিবিলি পরিবেশ আর চারপাশে বিভিন্ন শিবধাম। এমন একটি পরিবেশে যদি আপনি নিজের কাছের মানুষদের সাথে কিছু সময় কাটাতে চান তাহলে একটা ঢুঁ মেরে আসতেই পারেন হাওড়ার এই নতুন মন্দিরে। এবার ভাবছেন তো এই মন্দিরে পৌঁছবেন কী করে? হাওড়া থেকে সালকিয়াগামী বাসে উঠে আপনাকে নামতে হবে সালকিয়া বাসস্টপে। সেখান থেকে মাত্র কিছুক্ষনের হাঁটা পথে আপনি পেয়ে যাবেন এই মন্দির। তাহলে আর ভাবছেন কী। চলে আসুন হাওড়ার এই নতুন মন্দিরে।

Related Articles