ভ্রমণ
Trending

ডেস্টিনেশন হিমালয়ের পাদদেশে মায়া জড়ানো ডামডিম গ্রাম, প্রকৃতি যেখানে উজাড় করে দিয়েছে নিজের শোভা…

From Dumdim, a small village of Malbazar to see the beauty of the hilly valley.

The Truth Of Bengal: পাহাড়ি উপত্যকার শোভা দেখতে চান তাহলে সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসতে পারেন মালবাজারের ছোট্ট একটি গ্রাম ডামডিম থেকে। যে উপত্যাকা প্রকৃতি তার সবটুকু দিয়ে ভরিয়ে তুলেছে। নদী, দূরের শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ের গায়ে ঢেউ খেলানো চা বাগান দেখে আপনি চাইবেন বারবার প্রকৃতির কোলে এই পাহাড়ি গ্রামে ছুটে যেতে।

প্রাকৃতিক নিসর্গ উপভোগ করতে চাইলে  ঘুরে আসতে পারেন জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার ছোট্ট গ্রাম ডামডিম থেকে। পৃথিবীর একটুকরো স্বর্গসুখ যেন কেবল এই পাহাড়ি উপত্যাকায় আছে। যেখানে গেলে আপনি দেখতে পাবেন প্রকৃতির অনন্য সৌন্দর্য। মন ভালো করার মত ডামডিমে সব রকম রসদ রয়েছে। এই পাহাড়ি উপত্যাকার পাশ দিয়ে নিজের গতিতে বয়ে চলেছে চেল নদী। এই শীতের আমেজে ডামডিমে গিয়ে আপনি চেল নদীর শীতল জলে  পা ডুবিয়ে বসে সঙ্গীর সঙ্গে গল্প করতে পারেন। পা ছুঁয়ে  শীতল পাহাড়ি নদীর জল যখন পেরচ্ছে সেই সময় আপনার মন্দ লাগবেনা। এই পাহাড়ি উপত্যকা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত আপনি অবাক হয়ে দেখবেন।

সূর্যাস্ত এবং সূর্যোদয় উভয় সময় দেখতে পাবেন সূর্যের আলোয় দূরের ঘন চা বাগানে ঢাকা ঢেউ খেলানো পাহাড়গুলি আলোকিত হয়ে উঠছে। এখাণে চা বাগানের পাশের রাস্তা ধরে হাঁটতে এক অন্যরকম অনুভূতি হবে। পর্যটকেরা মূলত এই চা বাগান দেখার জন্য ভিড় করে এই পাহাড়ি গ্রামে । ভাগ্য সাথ দিলে রাস্তার ধারে বসে হাতে মোমোর প্লেট নিয়ে দূরের শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। অনেক সময় চেল নদীর জল খেতে আসে বাইসন, হরিণ । তাদেরও দেখা পেয়ে যাবেন। এই ছোট্ট পাহাড়ি উপত্যকা যেতে হলে আপনাকে যেতে হবে নিউ মাল রেল স্টেশন। নিউ মাল রেল স্টেশন থেকে ডামডিম এর দূরত্ব ১২ কিমি। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন ডামডিমে। এখানে রাত্রি যাপনের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে তরি হওয়া ছোট ছোট কটেজ পেয়ে যাবেন। যদি গোটা উপত্যকা এক ঝলকে পুরোটা দেখতে চান তবে তার জন্য রয়েছে একটি ওয়াচ টাওয়ার।

Free Access

Related Articles