
The Truth of Bengal: পাহাড় ও জঙ্গলের মাঝে বুদ্ধ মনেস্ট্রি। যেখানে গেলে প্রকৃতির মায়াবী পরিবেশ ও শীতল হাওয়ায় দোল খাওয়ার পাশাপাশি আপনি বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। তাই দেরি না করে চটপট এই সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন শিলিগুড়ির একটু বাইরে শালুগারার তড়িবাড়িতে অবস্থিত ইওয়াম ইন্ডিয়া বৌদ্ধ মঠ থেকে। আগেই বাংলা জাগো আপনাদের নিয়ে গিয়েছিল শিলিগুড়িতে অবস্থিত বৌদ্ধ মন্দির সালুগাড়া তে। যেখানে গেলে বৌদ্ধ সন্ন্যাসীদের প্রার্থনার নানা আচারবিধি দেখে নিতে পারবেন আপনি। আর তার ঠিক একটু দূরেই অর্থাৎ শিলিগুড়ি শহর থেকে একটু বাইরে শালুগারার তড়িবাড়িতে রয়েছে আরও একটি বৌদ্ধ মঠ যার নাম ইওয়াম ইন্ডিয়া বৌদ্ধ মঠ। শিলিগুড়িতে ভ্রমণে আসলেই হাজার হাজার পর্যটক আসেন এই বৌদ্ধ মঠ দর্শনে। বিশাল বড় এবং বিশাল জায়গা ঘিরে তৈরি হয়েছে এই মঠ। এই বুদ্ধ মঠের একপাশে পাহাড় অন্যপাশে পাহাড়ি নদী বয়ে চলেছে তার সুন্দর গতিপথে। শিলিগুড়ি শহর থেকে ১১ কিলোমিটার দূরেই রয়েছে এই সুবিশাল মঠ। প্রতি বছর হাজার হাজার পর্যটকরা ভিড় করে থাকেন এই মঠে। এই মঠের সামনে রয়েছে অপূর্ব কারুকার্য করা এক বিশাল গেট।
সেই গেট দিয়ে প্রবেশ করার পর খানিকটা গিয়ে পড়বে মূল বৌদ্ধ মন্দির। চোখের সামনে এই মন্দির দেখলে আপনার একবারের জন্য হলেও মনে হবে চিনের কোন বৌদ্ধ মন্দিরে গেছেন আপনি। সিনেমা বা ইউটিউবের কোন ভিডিয়ো তে ঠিক যে আদলে দেখে থাকেন চিনা বৌদ্ধ মন্দির গুলির গঠন এবং নিখুঁত কারুকার্য শিলিগুড়ির এই ইওয়াম ইন্ডিয়া বৌদ্ধ মঠ আসলেও দেখবেন চিনা বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের গঠন ও কারুকার্য। মন্দির চত্বরেই দেখতে পাবেন সবুজ মাঠ। যে মাঠে আপনি মন চাইলে খালি পায়ে হাঁটার সুযোগ পেয়ে যাবেন। এর পরেই বৌদ্ধ মন্দিরের সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠেই দেখতে পাবেন বিশাল আকারের হলুদ রঙের বুদ্ধ। যার সামনে দাঁড়ালে আপনার নিজেকে খুব ক্ষুদ্র বলে মনে হবে। মন্দিরের বাইরের চাইতে ভিতরের নিখুঁত অপরূপ কারুকার্য দেখে আপনার মন সত্যি মুগ্ধ হবে।
এই মঠের পিছনেই দেখতে পাবেন জঙ্গল ঘেরা বেঙ্গল সাফারি। একেই ঈশ্বরের পবিত্র স্থান অন্যদিকে পাহাড় জঙ্গলে ঘেরা প্রকৃতির প্রাণবন্ত রূপ দেখার সুযোগ, এই সবটা মিলিয়ে এখানে গেলেই আপনার মন একেবারে শান্ত হয়ে উঠবে। পুরো বৌদ্ধ মঠে রয়েছে এক একটি কক্ষ। এর একটি কক্ষকের মধ্যে বৌদ্ধ সন্ন্যাসীরা প্রার্থনা করে থাকেন। এখানে দেখতে পাবেন প্রার্থনা চক্র। সালুগাড়া তে বিশাল আকারের একটি প্রার্থনা চক্র থাকলেও এই বৌদ্ধ মঠে রয়েছে অসংখ্য ছোট ছোট প্রার্থনা চক্র। এই চক্র ঘুড়িয়ে আপনি আপনার মনের ইচ্ছের কথা জানাতে পারেন বুদ্ধকে। শিলিগুড়িতে এসে গাড়ি ভাড়া করে আপনি এই বুদ্ধ মঠ দর্শনে পৌঁছে যেতে পারেন। এখানে থাকার জন্য আপনি পেয়ে যাবেন বহু হোটেল। তাই রাত্রি যাপনের ক্ষেত্রে কোন অসুবিধা হবেনা আপনার।