পর্যটকদের জন্য খুলে গেল উত্তরবঙ্গের সেরা পর্যটককেন্দ্র ডুয়ার্সের জঙ্গলগুলি, বেড়িয়ে আসুন তিনটে দিন
Reopen Dooars for Tourist

The Truth of Bengal:- আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল উত্তরবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত অরণ্যগুলি। ১৫ জুলাই থেকে ১৫ সোপ্টেম্বর পর্যন্ত, বর্ষাকালে ভারতের অধিকাংশ জঙ্গলই বন্ধ থাকে, ব্যতিক্রম নয় উত্তরবঙ্গের জঙ্গলগুলিও। এ ছাড়া বণ্যপ্রাণীদের প্রজননকালীন সময় হওয়ার দরুণ, সমস্ত জঙ্গলই বন্ধ রাখা হয়।
বর্ষার প্রভাব অনেকটা কাটতেই, শুক্রবারই সেই মেয়াদ শেষ হয়। তাই খুলে দেওয়া হয়েছে, ডুয়ার্সের গরুমারা, জলদাপাড়া জাতীয় উদ্যান সহ চাপরামারি, বক্সা, চিলাপাতা এ সমস্ত বনাঞ্চলের বনবাংলোগুলি। ফের পর্যটকেরা বুকিং করতে পারেন বনদফতরের প্রপার্টিগুলি।
বনদফতর সূত্রের খবর, পর্যটকদের জন্য ফের খুলে যাচ্ছে বনবাংলোগুলি। পাশাপাশি জঙ্গলে এলিফেন্ট সাফারির জন্য প্রস্তুত করা হচ্ছে কুনকি হাতিদের। শনিবার থেকে ফের গরুমারা, চাপরামারি, জলদাপাড়া, নেওড়া জঙ্গেল ক্যাম্প, বক্সা সহ সমস্ত বনাঞ্চলে প্রবেশ করার পাশাপাশি রাত্রিবাসের জন্য বন বাংলোগুলি বুক করতে পারবেন পর্যটকেরা। ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখেই সমস্ত সরকারি বনবাংলোগুলির অনলাইন বুকিং সিস্টেম চালু হয়ে গিয়েছে।
ডুয়ার্সের জঙ্গলগুলি ফের খুলে গেলেও, বনদফতরের তরফে বেশ কিছু সতর্কবার্তা জারি করা হয়েছে। যেমন রাস্তায় উপর গাড়ি দাঁড় করিয়ে সেলফি তোলা বা বন্যপ্রাণীদের ছবি তোলার চেষ্টা না করা। জঙ্গলের গাইডদের নির্দেশ না মেনে, জঙ্গলের রাস্তায় বিচরণ করা যাবে না। জঙ্গলের মধ্যে কোনওরকম চিৎকার, চেঁচামেচি করলে বিপদ ঘনিয়ে আসতে পারে। গত মরসুমে জঙ্গলে বেড়াতে গিয়ে কিছু পর্যটক অত্যুৎসাহী হয়ে বণ্যপ্রাণীদের সঙ্গে ছবি তুলতে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন। কিছুজন জঙ্গলি হাতির তাড়াও খেয়ছিলেন। ফলত জঙ্গলের পরিবেশ বজায় রাখতে কড়া পদক্ষেপ করছে বনদফতর।