
The Truth Of Bengal: অনেকদিন কোথাও ঘুরতে যাননি বলুন! অফিসের ব্যস্ত জীবন ছেড়ে দু দণ্ড প্রকৃতির কোলে সময় কাটাতে কে না চায়। দূরে যাওয়ার মত অফিস থেকে ছুটি পাচ্ছেন না তো। তাই চলুন কলকাতার খুব কাছে বারাসাত ও ব্যারাকপুরের মধ্যবর্তী অঞ্চল নীলগঞ্জের কাছে বর্তির বিল থেকে ঘুরে আসুন। সারি সারি জলরাশির মাঝে ৩০ মিনিটের নৌকাবিহার করে এই বর্তির বিলের স্বাদ গ্রহণ করতে পারবেন।
বর্তির বিলের নাম শুনেছেন? ভাবছেন হয়ত এ আবার কোন জায়গা। তবে কলকাতার খুব কাছেই রয়েছে এই বর্তির বিল। বারাসাত ও ব্যরাকপুরের মাঝে অবস্থিত নীলগঞ্জ রোড। এই নীলগঞ্জের ভিতরে রয়েছে বারবেড়িয়া গ্রাম। যার ভিতরে রয়েছে শাপলা পাতায় ভর্তি এই বড় ঝিল বর্তির বিল। অনেকের কাছেই হয়ত বর্তির বিল এখনও অজানা। তাই বর্তির বিলের জায়গার সৌন্দর্য উপলব্ধি করতে গেলে সেখানে গিয়ে অবশ্য যেটা সবার আগে করবেন তা হল নৌকাবিহার। ঝিলের যে দিকেই আপনার নজর যাবে শুধুই দেখতে পাবেন জলরাশি। ঝিলের বুক চিরে চলে গিয়েছে এক ফালি সরু মাটির রাস্তা। দূরে রয়েছে কুটির বাড়ি। সেই একফালি সরু রাস্তার ধার বরাবর শুকানো হয় পাঠ।
এই পুরো ঝিল যদি আপনি চান ডিঙি নৌকা করে ঘুরতে সেই ক্ষেত্রে আপনার সময় লাগতে পারে ৩০ মিনিট। নৌকাবিহার করতে চাইলে আপনার খরচা পড়বে ১০০ টাকা। বর্তির বিল ঘুরে দেখার ভালো সময় হল নয় বিকেল বেলা যখন সূর্য অস্ত যাচ্ছে আর নয় ভোরবেলা যখন সূর্য উদয় হচ্ছে। কি ভাবছেন কেমন করে যাবেন! বর্তির বিল যেতে গেলে আপনাকে শিয়ালদা থেকে যেতে হবে ব্যারাকপুর বা দত্তপুকুর সেখান থেকে নীলগঞ্জ এবং সেখান থেকে টোটো করে পৌঁছে যান বর্তির বিল। টোটো দিয়ে যাওয়ার সময় দেখতে পাবেন সারি সারি তাল গাছ, বাঁশের জঙ্গল।
Free Access