ভ্রমণ

প্রকৃতির কোলে অপরূপ ডালহৌসি

Dalhousie Tourisam

The Truth of Bengal: প্রকৃতির খুব কাছাকাছি যেতে হলে পুজো ছুটিতে সপরিবারে ঘুরে আসতে পারেন হিমাচলপ্রদেশের ডালহৌসিতে। এখানে দর্শনীয় স্থানের সংখ্যা একাধিক। সেই ব্রিটিশ আমল থেকেই এদেশের পর্যটন মানচিত্রে নিজের আসন পাকা করে নিয়েছে ডালহৌসি।পুজোয় ভ্রমণের পরিকল্পনা করছেন? ভাবছেন, আসন্ন পুজোর ছুটির মরসুমে কোথাও বেড়াতে যাওয়া যায়? যেতে পারেন হিমাচলপ্রদেশের ডালহৌসিতে।ভারতের বেড়ানোর মতো সুন্দর জায়গা অনেকই রয়েছে। তবে ডালহৌসিকে এদেশের সুন্দরতম পর্যটন কেন্দ্র বলা যেতে পারে। ডালহৌসি নামকরণ করেছিল ব্রিটিশরা। ডালহৌসি ভারতের মিনি সুইজারল্যান্ড হিসেবে খ্যাতি অর্জন করেছে সেই ব্রিটিশ আমল থেকে।ডালহৌসিতে গেলে দেখতে পাবেন পাইন বন।

চারপাশের পরিবেশ আপনার মনকে দেবে বিশ্রাম, বুক ভরে নিতে পারবেন তাজা বাতাস। আর দুচোখ ভরে দর্শন করতে পারবেন পাহাড়।ডালহৌসিতে গেলে খাজিয়ারে অবশ্যই পাবেন। খাজিয়ার জায়গাটি ডালহৌসি থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। অপূর্ব প্রাকৃতিক পরিবেশের জন্যে খাজিয়ার বছরের পর বছর ধরেই পর্যটকদের প্রিয় একটি জায়গা।ডালহৌসিতে গেলে যেতে ভুলবেন না পানচুপলায়। পানচুপলাতে গেলেও প্রকৃতির অসীম সৌন্দর্য দর্শন করার সৌভাগ্যলাভ করবেন।ডালহৌসির ইতিউতি ছড়িয়ে থাকা সুন্দর জায়গার অভাব নেই। এমনই এক দর্শনীয় স্থান হল গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালিতে গেলেও উপভোগ করতে পারবেন পাইন বনের সৌন্দর্য।

বাইরে বেড়াতে গেলে যাঁরা শপিং করতে চান, গান্ধি চকে গিয়ে তাঁরা কেনাকাটার পাট সারতে পারেন। এই এলাকা থেকে ডালহৌসি শহরের পুরোটাই প্রায় দেখা যায়।ডালহৌসিতে থাকার জায়গার অভাব নেই। আপনার বাজেট অনুসারে পেয়ে যাবেন হোটেল। পুজোর মরসুমে ডালহৌসিতে পর্যটকদের আনাগোনা বাড়ে। তাই আগে থেকে হোটেল বুকিং করে নেওয়াই সুবিধাজনক।ডালহৌসি শহরের আরেকটি বিশেষত্ব হল এখানকার পরিচ্ছন্নতা। রাস্তাঘাট এখানে ঝাঁ-চকচকে। কথায় বলে, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। এও স্বচক্ষে প্রত্যক্ষ করবেন ডালহৌসিতে গেলেই।

Related Articles