ভ্রমণ

পাহাড়ের কোলে দলাপচাঁদ,নির্জন গ্রামে সময় কাটাতে ঘুরে আসুন

Tourism

The Truth of Bengal: ঢেউ খেলান পাহাড়ি উপত্যাকা। কানে ভেসে আসছে মিষ্টি মধুর পাখির আওয়াজ আর সেই মুহূর্তে আপনাকে যদি জাপটে ধরে ঘন মেঘ? এই মেঘ কুয়াশার মিশেলের এক সুন্দর অফবিট ডেসটিনেশন যা কালিম্পং এ অবস্থিত তা হল দলাপচাঁদ। এই পাহাড়ি গ্রামের এক বিরাট বিশেষত্ব আছে। কথিত আছে এক কালীন এই গ্রামের পথ ধরেই চিনের সঙ্গে ভারতের সিল্ক এর আদান প্রদান হত। এই অঞ্চলের স্থানীয়রা এখনও সিল্ক রুটের গল্প করে থাকেন আগত পর্যটকদের সাথে।

একেবারে ছিমছাম নির্জন গ্রামে এসে মোমো খাওয়ার স্বাদ নিতে ভুলবেন না। এখানকার স্থানীয়দের জীবিকা বলতে মূলত চাষাবাদ। আকাশ পরিষ্কার থাকলে দূরের শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। এই পাহাড়ি উপত্যাকা থেকে সূর্যাস্ত এবং অপূর্ব সূর্যোদয় দেখেও আপনি অবশ্যই মুগ্ধ হবেন। পাহাড়ের গায়ে সারি সারি দিয়ে ভেলভেটের মত বিছানো রয়েছে  রংবে রঙের ফুল। এখানে খুব কম বাড়ি ঘর দেখতে পাবেন যে কটা আছে সেই বাড়ির সামনেও দেখবেন ছোট ছোট টবে ফুল গাছ লাগানো।

অর্কিডের বাগান ও দেখতে পাবেন কোন কোন বাড়িতে। ভাবছেন কি ভাবে যাবেন? ট্রেনে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন পাহাড়ের মনোরম প্রকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ উপত্যাকা দলাপচাঁদে। থাকার জন্য এখানে পেয়ে যাবেন সুব্যবস্থা সম্পন্ন একাধিক হোমস্টে। তাহলে দেরি না করে এই শীতেই ঘুরে আসুন দলাপচাঁদ থেকে।

Related Articles