ভ্রমণ

এবার আর দীঘা নয় নতুন ডেস্টিনেশন দক্ষিণ পুরুষোত্তমপুর

Dakshin Purusottampur Beach

The Truth of Bengal:  বহুদিন কাজের ব্যস্ততায় ক্লান্ত লাগছে? একটু হাওয়া বদল প্রয়োজন মনে হচ্ছে? তাহলে চলুন ঘুরে আসা যাক। কিন্তু এদিকে তো আবার দিপুদা। এই একঘেয়ে দিঘা পুরী, দার্জিলিং আর ঘুরতে মন চাইছে না? তাহলে চলুন ঘুরে আসা যাক একটি অফ বিট জায়গায়। এমনই একটি জায়গা হল দক্ষিণ পুরুষোত্তমপুর। এই জায়গার এই জায়গা জনপ্রিয়তা এখন ধীরে ধীরে বাড়ছে। এই জায়গায় আপনি মাত্র দুদিনের ছুটিতেই ঘুরে আসতে পারবেন। মাত্র চার পাঁচ ঘন্টায় পৌঁছে যাবেন। খরচ হবে সামান্য। দিঘা থেকে মাত্র ১ ঘণ্টা দূরত্বে এই দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত।

আবার মন্দিরমণি থেকে মাত্র ১১ কিলোমিটার দূরত্বে এই সমুদ্র সৈকত। এবার চলুন জেনে নেবেন কিভাবে পৌঁছবেন। মন্দিরমণি থেকে ড্রাইভ করে ২০ মিনিটে পৌঁছতে যেতে পারেন দক্ষিণ পুরুষোত্তমপুর। অথবা প্রাইভেট গাড়ি ছাড়াও যে কোনও দিঘাগামী বাসে চেপে চাউলখোলা পৌঁছে যান। চাউলখোলা থেকে অটো বা ট্রেকার ভাড়া করে দক্ষিণ পুরুষোত্তমপুর যেতে হবে। সারা সপ্তাহের ক্লান্তি কাটিয়ে এখানে আপনি একটু শান্তির এ নিশ্বাস নিতে পারবেন। কারণ এখানকার সমুদ্র সৈকত খুব শান্ত। শহুরে কোলাহলের কোনো রেশটুকুও নেই। নিরিবিল সমুদ্র সৈকতে একটা গোটা দিন শান্তিতে কাটাতে চাইলে দক্ষিণ পুরুষোত্তমপুরে আসতে পারেন।

তবে, এখানে কিন্তু থাকার জায়গা সীমিত। সাধারণত মন্দারমণিতেই রাত কাটাতে হতে পারে দক্ষিণ পুরুষোত্তমপুর এলে। তবে দক্ষিণ পুরুষোত্তমপুরের ব্যাকপ্যাকার্স ক্যাম্পকে বেছে নিতে পারেন। এখানে ক্যাম্পে রাত কাটানোর সুযোগ রয়েছে । শুধু তাই নয় ক্যাম্প ফায়ারের সুযোগও রয়েছে। বারবিকিউ আছে, কিন্তু বারবিকিউ ছাড়াও এখানে ভাত, ডাল, মাছ, মাংস সবই পেয়ে যাবেন। সব মিলিয়ে আকর্ষণীয় হলো মাত্র ১৫০০ টাকা মতো সম্পূর্ণটা থাকা খাওয়া নিয়ে খরচ হবে।

Free Access

Related Articles