ভ্রমণরাজ্যের খবর

সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন চটকপুর থেকে

Tourism of West Bengal

The Truth of Bengal: দার্জিলিং থেকে ২০ কিমি দূরে অবস্থিত চটকপুর। জায়গাটির প্রাথমিক আকর্ষণ হ’ল এর দুর্দান্ত পর্বতমালার দৃশ্য। শান্তিপূর্ন এই গ্ৰামে মাত্র ১৯ টি পরিবারের বাস। জনসংখ্যা ৯০ এর কাছাকাছি। ছোট্ট এই গ্রামটির চারপাশে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। পাইনের বন থেকে শুরু করে, ফার্নের সমাহার, সরলবর্গীয় বৃক্ষের বৈচিত্র্য দেখতে দেখতে পৌঁছে যাবেন চটকপুর। ৭,৮৮৭ ফুট উচ্চতায় অবস্থিত চটকপুর পৌঁছানোটা একটু ঝুঁকি পূর্ণ হলেও এর প্রাকৃতিক পরিবেশের কোনও বিকল্প হয় না। কেবল একটু হলেও ভয় রয়েছে লেপার্ডের। তবে  জন্তু-জানোয়ারের দেখা মেলা ভাগ্যের বিষয় হলেও পাখিদের কলতান মুগ্ধ করবে আপনাকে।

চটকপুর থেকে কাছাকাছির মধ্যে দার্জিলিং ,লেপচাজগৎ , লামাহাটা ঘুরে আসতে পারেন কোনো এক ডে ট্রিপে। চটকপুরে পাহাড়ের ধাপে ধাপে দেখা মিলবে কাঠের সুন্দর ঘরবাড়ি। এই স্থানীয় বাড়িগুলোয় রয়েছে হোমস্টে-এর সুবিধা। সুতরাং, পর্যটকদের আনাগোনা বেশ ভালই লেগে থাকে এই ছোট্ট পাহাড়ি গ্রামে। এই ঘরবাড়িগুলোর সঙ্গে লাগোয়া জমিতে চাষ হয় রাসায়নিক সারমুক্ত আলু, ফুলকপি, বাঁধাকপি, মুলো, গাজর, আদা, ভুট্টা, মাশরুম ও নানা সবজির।

কিভাবে যাবেন?

নিউ জলপাইগুড়ি বা এনজেপি কিংবা শিলিগুড়ি থেকে ট্যাক্সি বুক করে কিংবা শেয়ারে ট্যাক্সি করে ঘুম বা জোড়বাংলো বা সোনাদা হয়ে চটকপুর পৌঁছনো যাবে।

কোথায় থাকবেন?

গ্রামবাসীর ছোট্টো কাঠের  বাড়িতে হোমস্টে করার ব্যবস্থা রয়েছে । এছাড়াও নিরিবিলিতে চটকপুরে থাকার জায়গা হল চটকপুর ইকো রিসর্ট। অনেক তো ঘুরলেন দার্জিলিং, পুরুলিয়া এবার সময় পেলেই না হয় গিয়ে উপভোগ করুন জঙ্গলে ঢাকা, পাহাড়ে ঘুমিয়ে থাক,  স্বয়ং ভগবান বুদ্ধের দেশ চটকপুর থেকে।

Related Articles