ভ্রমণ

মহানগরের বুকে একটুকরো তিব্বত

calcutta karma gon buddhist monastery

The Truth of Bengal: সামনেই বুদ্ধপূর্ণিমা এই সুযোগে চাইছেন কোন বুদ্ধমন্দির যেতে? কিন্তু কাজের চাপ আর অফিসে নেই ছুটি। দূরে যাওয়ার অবকাশও নেই আপনার হাতে। তাই মহানগরের বুকেই অবস্থিত এক বৌদ্ধ মন্দির থেকে এবার ঘুরে আসুন। যার নাম কর্ম গোন বুদ্ধ মনেস্ট্রি।

সাধারণত প্রতিবছর বুদ্ধপূর্ণিমা পালিত হয় বৈশাখ মাসের শুক্লোপক্ষের তিথিতে। কিন্তু চলতি বছর পালিত হবে জ্যৈষ্ঠ মাসে। উদয়া তিথি মেনে এই বছর ২৩ মে পালিত হবে বুদ্ধপূর্ণিমা। এই শুভ দিনে মন চাইছে পাহাড়ের  কোনও এক বৌদ্ধ মনেস্ট্রিতে গিয়ে তিব্বতি আদব কায়দা নিজে চাক্ষুষ করতে। কি তাই তো? কিন্তু অফিসে ছুটি নেই, যাবেন কোথায়? বুদ্ধপূর্ণিমার দিন বৌদ্ধমন্দির দর্শন করতে আপনাকে দূরের কোনও পাহাড়ি গন্তব্যে যেতে হবেনা। আসলে কলকাতাতেই রয়েছে এক সুন্দর কারুকার্যপূর্ণ বৌদ্ধ মনেস্ট্রি। যেখানে গেলে আপনার মন জুড়িয়ে যাবে।

পশ্চিমবঙ্গের বুকে কলকাতা এমন একটি শহর যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সর্ব ধর্মের মানুষ বসবাস করে থাকেন। কলকাতার বালিগঞ্জে পদ্মপুকুর বাসস্ট্যান্ড থেকে ৪০০ মিটার দূরেই অবস্থিত ক্যালকাটা কর্ম গোন বুদ্ধ মনেস্ট্রি। ‘কর্ম গোন’ এর আক্ষরিক অর্থ ‘কর্মের মন্দির’। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এই বৌদ্ধ মন্দির কলকাতায় প্রতিষ্ঠা করা হয় ১৯৩৭ সালে। সেই সময় এটি মাটির তৈরি এক ছোট্ট বৌদ্ধ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছিল। এর দীর্ঘদিন পর ১৯৭৬ এবং ৭৭ সালের মধ্যে এই বৌদ্ধ মঠ পুনরায় জাঁকজমক ভাবে নির্মাণ করা হয়। আর বেশি ইতিহাসের কথায় না গিয়ে এই মঠের ভিতরে কি কি মূর্তি দেখতে পাবেন তা জেনে নিন।

এই বৌদ্ধ মঠে যে কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় তা নয়, বহু অসুস্থ ও দরিদ্র মানুষেরা এই মঠে গিয়ে আশ্রয় নেন। এই বৌদ্ধ মঠের শুরুতেই দেখতে পাবেন প্রার্থনা চক্র। এখানে একটি বিশাল বড় প্রার্থনা কক্ষ ও রয়েছে। এখানে কাঁচের ভিতরে রয়েছে গুরু রিনপোচে, যিনি তিব্বতের বৌদ্ধধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা। রয়েছে হিন্দু দেবী সরস্বতী বা তারার রূপ ‘দোলমা’। রয়েছে ‘সাংগায়’ বা বুদ্ধ মূর্তি। আরও একটি মূর্তি হল ‘চেনরেজিগ’। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে এই বৌদ্ধ মন্দিরে যেতে পারেন আপনি।

Related Articles