ভ্রমণ

উত্তরবঙ্গর অজানা গন্তব্য বাদামতাম

Badamatam is an unknown destination in North Bengal

The Truth Of Bengal: ভ্রমণে যেতে চাইছেন? কোথায় যাবেন বুঝতে পারছেন না! চটপট ব্যাগ গুছিয়ে পৌঁছে যান দার্জিলিং জেলার বাদামতাম গ্রামে। যেখানে গিয়ে দূষণমুক্ত পরিবেশে আপনি বিশুদ্ধ নিশ্বাস নিতে পারবেন। পাশাপাশি দেখতে পাবেন প্রকৃতির অপূর্ব শোভা ও দূরের শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য।

পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই ভ্রমণপিপাসুদের কাছে সবার প্রথম মাথায় আসে দার্জিলিঙের নাম। দার্জিলিঙকে বলা হয় পাহাড়ের রানি। কিন্তু দার্জিলিঙের মধ্যেই কত অফবিট ডেসটিনেশন আছে যার হদিশ হয়তো আপনাদের কাছে নেই। দার্জিলিং জেলার এক মন মুগ্ধকর পরিবেশে ঘেরা অজানা ডেসটিনেশন হল বাদামতাম। শুনে আপনার মনে হতেই পারে বিস্তীর্ণ গ্রাম জুড়ে হয়তো বাদাম গাছ দেখতে পাবেন আপনি। কিন্তু সেটা নয়, এই পাহাড়ি গ্রামে গেলে আপনি দেখবেন পাহাড়ের ঢালে ভেলভেটের ন্যায় বিছানো রয়েছে সবুজ চা বাগান। বাদামতাম থেকে দেখতে পাবেন দূরের শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য। সূর্য যখন এসে পড়ে কাঞ্চনজঙ্ঘার উপরে তখন কাঞ্চনজঙ্ঘার রূপ হয়ে ওঠে আরও সুন্দর। আগুনের গোলার মত কমলা রঙের দেখায় কাঞ্চনজঙ্ঘাকে। এই  দৃশ্য একবার দেখার সৌভাগ্য হলে আপনি জন্ম জন্মান্তরের জন্য মনের মণিকোঠায় রেখে দেবেন এই অপূর্ব শোভা।

‘ইয়ে জাওানি হ্যায় দিওানি’ ছবিতে রণবীর ও দীপিকার সূর্যাস্ত দেখার সিন টা দেখলেই আপনার মনে ইচ্ছে জাগে তো! যে আপনিও নিজের সঙ্গীর পাশে বসে এই ছবির সিনের মত মুহূর্ত বাস্তবজীবনে উপভোগ করবেন। সেই স্বপ্ন এই বাদামতামে আসলেই পূরণ হবে আপনার। নিজের প্রেমিক বা প্রেমিকার কাঁধে মাথা রেখে  কোনও এক পাহাড়ের ঢালে বসে কাঞ্চনজঙ্ঘার আড়ালে সূর্যাস্ত দেখে আপনার মন ভরে যাবে। দার্জিলিঙের মূল শহর থেকে ১৭ কিমি দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রাম। যেখানে গেলে সারা সপ্তাহের ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে আপনি দু দণ্ড শান্তি খুঁজে পাবেন। এই উপত্যকা সমুদ্র পৃষ্ঠ থেকে ৬০০০ ফুট উঁচুতে অবস্থিত। বাদামতামে রয়েছে কালো রঙের এক বিশাল বড় বুদ্ধ। এই পাহাড়ি গ্রামের আশেপাশে দেখতে পাওয়া যায় নানা রঙের পতাকা। যাদের দোল খেতে দেখবেন পাহাড়ি শীতল হাওয়ায়। এছাড়াও পাহাড়ি ডেসটিনেশন মানেই সেখানে নানা অজানা পাখির আনাগোনাও দেখতে পাবেন। ট্রেনে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন বাদামতামে। বাদামতামে রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। তাই রাত্রি যাপনের ক্ষেত্রেও আপনার চিন্তার

Related Articles