ভ্রমণ

আলিপুর চিড়িয়াখানা ছাড়াও আপনি ঘুরে যেতে পারেন গড়চুমুক ডিয়ার পার্ক, রইল তারই হদিশ

Apart from Alipore Zoo, you can also visit Garchumuk Deer Park, its location is here

Truth Of Bengal: কলকাতার মানুষেরা চিড়িয়াখানা বলতেই মাথায় আসে আলিপুর চিড়িয়াখানার কথা। আলিপুর চিড়িয়াখানা বহু পুরনো, এর ব্যাপ্তিও অনেক। এই চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, সজারু-সহ অসংখ্য পাখি, সরীসৃপ সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তু রয়েছে।

তবে এখন শুধু আলিপুর নয়, আপনি যদি এর বাইরেও অন্য কোনও চিড়িয়াখানার হদিশ খুঁজে পেতে চান। তাহলে আপনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকা ছোটখাটো চিড়িয়াখানায় ঘুরতে যেতে পারেন। সেখানে এক একটি চিড়িয়াখানায় এক এক ধরনের বন্যপ্রাণ রয়েছে। শালগাছে ঘেরা ঝাড়গ্রামের চিড়িয়াখানায় গেলে দেখা মেলে চিতাবাঘের।

গড়চুমুকের জ়ুলজিক্যাল গার্ডেনে দেখা মেলে বাঘরোলের। এক দিনের ছুটি হাতে নিয়ে আপনি ঘুরে আসতেই পারেন এই জায়গাগুলি থেকে।এটুকু আপনাকে আশ্বস্ত করছি যে নিরাশ হবেন  না। হাওড়ার উলুবেড়িয়ায় রয়েছে গড়চুমুক ডিয়ার পার্ক।পাশ দিয়ে বয়ে যেতে দেখা গিয়েছে দামোদর নদ। ৫৮ গেটের কাছে গড়চুমুক ডিয়ার পার্কটি ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

এখানে গেলে দেখা মিলবে পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী বাঘরোল (ফিশিং ক্যাট)-এর। বাঘরোলের কৃত্রিম প্রজননক্ষেত্র হিসেবে গড়ে তোলা হয়েছে জায়গাটিকে। এছাড়াও এখানে হিমালয়ান সজারু, কুমির, হরিণ -সহ অসংখ্য পাখি ও অন্যান্য জীবজন্তুও রয়েছে। তবে ভবিষ্যতে ৯.১ হেক্টর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কটিতে আরও জীবজন্তু আনার চিন্তা ভাবনা রয়েছে।

কী ভাবে পৌঁছবেন?

ট্রেন ধরে প্রথমে আপনাকে উলুবেড়িয়া স্টেশনে আসতে হবে। তারপর সেখান থেকে কোনও গাড়ি ধরে বা বাসে পৌঁছে যেতে পারেন ডিয়ার পার্কে। ধর্মতলা থেকে বাসেও আসা যায়। তবে গাড়িতেও আসতে পারেন। গড়চুমুকে যদি আপনি রাত বাস করতে চান তবে সেখানে থাকার একাধিক জায়গাও আপনি পেয়ে যেতে পারেন।

Related Articles