প্রযুক্তি

নম্বর সেভ না করেই করা যাবে ফোন কল, নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ

WhatsApp introduces new feature that lets you make phone calls without saving phone numbers

Truth Of Bengal: মৌ বসু: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতা উন্নত করতে মেটা কর্তৃপক্ষ একের পর এক নতুন ফিচার আনছে। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যোগ হয়েছে। নতুন এই ফিচারের নাম হোয়াটসঅ্যাপ নিউ ইন-অ্যাপ কল ডায়ালার।

কিছুদিন আগে, অ্যান্ড্রয়েড 2.24.26.11 হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ব্যবহারকারীরা অজানা ফোন নম্বরে কল করার জন্য একটি নতুন ডায়ালার দেখতে পেয়েছিলেন। এই জন্য অ্যাপে ‘কল এ নম্বর’ অপশন দেওয়া হয়েছে। এবার আইওএস 24.25.10.76 হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই ফিচার নিয়ে এসেছে মেটা।

নয়া এই ফিচারের মাধ্যমে মেটা মেনুতে একটি এন্ট্রি পয়েন্ট দিয়েছে, যেখান থেকে ব্যবহারকারীরা কলের জন্য কনট্যাক্ট সিলেক্ট করতে পারবেন। এই অংশে ব্যবহারকারী ডায়ালার খোলার অপশন পাবেন। এখানে ব্যবহারকারীরা ফোন নম্বর দিয়ে কল করতে পারবেন। নম্বর দেওয়ার পর হোয়াটসঅ্যাপ ভেরিফাই করবে নম্বরটি হোয়াটসঅ্যাপে রেজিস্টার করা আছে কি না। ভেরিফাইয়ের পর ব্যবহারকারী একটি ব্লু চেকমার্ক দেখতে পাবেন।

ইন-অ্যাপ ডায়ালারের মাধ্যমে ব্যবহারকারীরা কন্টাক্ট লিস্টে থাকা নম্বর সেভ না করেই কল করতে পারবেন। ওয়ান টাইম কুইক কলিং এর জন্য এটি একটি দারুণ ফিচার। আইওএসের জন্য হোয়াটসঅ্যাপ বিটাতেও এই ফিচার এসে গেছে।

Related Articles