প্রযুক্তিরাজ্যের খবর
Trending

আপনিও কী প্রতারকদের নিশানায়? খুঁজছেন বাঁচার উপায়? জানাচ্ছেন বিশেষজ্ঞেরা…

Cyber Fradulant

The Truth Of Bengal:  মোবাইলে আসছে উড়ো ফোন? কখনও ব্যাংকের KYC আপডেট করতে বলা হচ্ছে, তো কখনও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করার ভয় দেখানো হচ্ছে? এক মুহূর্তের অসচেতনতা ,আর সেই মুহুরতেই খোয়াতে হল আপনার গচ্ছিত অর্থ। এমন ঘটনা প্রায়ই ঘটে চলেছে আমাদের সঙ্গে। এর থেকে বাঁচবেন কিভাবে? তাই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে নতুন পথে জাল বিস্তার করছে প্রতারকেরা। বর্তমানে সাইবার প্রতারণার শিকার এ রাজ্যের মানুষ। কখনো ক্রেডিট কার্ডের  KYC- র নামে আবার কখনো বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে মোবাইল ফোনে পাঠানো হচ্ছে ওটিপি। ফাঁদে পা দিলেই ব্যাংক একাউন্ট থেকে হাওয়া হচ্ছে সঞ্চিত অর্থ। এবার প্রতারণার শিকার খোদ মহকুমা শাসক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নামে খোলা হয়েছে 12 টি ফেসবুক অ্যাকাউন্ট। মহকুমা শাসকের ছবি দিয়ে খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ। প্রতারকরা সেই অ্যাকাউন্টগুলি থেকে সাধারণ মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট ও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে। বলা হচ্ছে সরকারি কোনো আধিকারিক চাকরি ছেড়ে চলে গেছে তার ঘরের আসবাবপত্র বিক্রি আছে। নয়া এই পথে প্রতারণার জাল-বিচচ্ছে প্রতারকেরা।

প্রতারিত হলে কি করণীয়? অতীতে ভিন রাজ্য থেকে এই প্রতারণা চক্র চললেও সম্প্রতি এ রাজ্যে কলকাতা, হাওড়া সহ বেশ কয়েকটি জেলায় জাল বিস্তার করেছে প্রতারকরা। প্রশাসনের হাতে জমা পড়ছে লম্বা অভিযোগের তালিকা। সাইবার প্রতারণা এমন একটি প্রতারণা যা চোখে দেখা যায় না কোথায় বসে প্রতারকরা এই প্রতারণা চালাচ্ছে তা খুঁজে বার করা অত্যন্ত জটিল। তাই আপনি প্রতারিত হলে বিলম্ব করবেন না। দ্রুত প্রশাসনের দ্বারস্থ হন।

প্রতারকদের হাত থেকে বাঁচার উপায় কি? অচেনা নাম্বার থেকে ফোন কল অথবা মেসেজ এলে তা এড়িয়ে চলার বার্তা দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। কোনরকম লোভে পা দিলেই আপনি হতে পারেন সর্বসান্ত।

Free access

 

Related Articles