প্রযুক্তি

ডিজিটাল জালিয়াতি রুখতে কোন নয়া পদক্ষেপ ট্রুকলারের

Truecaller's new steps to prevent digital fraud

Truth Of Bengal: আজকাল ভারতে দিন কে দিন ডিজিটাল জালিয়াতির সংখ্যা বাড়ছে। ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের ডিজিটাল জালিয়াতির হাত থেকে রক্ষা করতে ট্রুকলার ‘স্ক্যামফিড’ নামক নয়া ফিচার চালু করল। এটি একেবারে মোড় ঘোরানো পদক্ষেপ হবে বলে দাবি ট্রুকলার কর্তৃপক্ষের। এর মাধ্যমে ভারতীয় স্মার্টফোন ব্যবহারকারীরা ডিজিটাল জালিয়াতি সম্পর্কে সতর্ক থাকতে পারবে, রিয়েল টাইম ফিড পাবে।

কী এই স্ক্যামফিড ফিচার?

ট্রুকলার অ্যাপের মধ্যে সরাসরি সংযুক্ত নয়া ইন্টারঅ্যাক্টিভ সেকশন স্ক্যামফিড। এর মাধ্যমে জালিয়াতির ঘটনা অভিযোগ করা যাবে। রিপোর্ট করা যাবে, শেয়ার করা যাবে। এছাড়াও ওটিপি জালিয়াতি, ভুয়ো চাকরির অফার, ইউপিআই জালিয়াতি, ব্যক্তিগত তথ্য হাতানো, সম্পর্ক গড়ার নাম করে লোক ঠকানোর বিষয় মানুষকে সচেতন করা হবে। লাইভ, ইউজার জেনারেটেড স্ক্যামফিড স্ট্রিমের মাধ্যমে মানুষ জালিয়াতি সম্পর্কে নিজেদের অভিযোগ, অভিজ্ঞতা জানাতে পারবে। সন্দেহজনক ফোন কল ও মেসেজ সম্পর্কে জানা যাবে।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে ভারতে। তাই ভারতীয়রা সহজেই ডিজিটাল জালিয়াতদের টার্গেট হচ্ছে। এক্ষেত্রে ট্রুকলারের স্ক্যামফিড আর্লি ওয়ার্নিং সিস্টেম হিসাবে কাজ করে আগাম সতর্কবার্তা দেবে। ট্রুকলারের হিসাব অনুযায়ী, ২০২৪ সালেই শুধু ভারতীয়রা ৫ কোটি ৬০ লাখ স্ক্যাম কল পেয়েছে।

স্ক্যামফিড ফিচারের মাধ্যমে সরাসরি জালিয়াতির অভিযোগ করা যাবে। কোনো প্রযুক্তির বিশেষ জ্ঞানের দরকার নেই। টেক্সট, স্ক্রিনশট, মাল্টিমিডিয়া শেয়ার করা যাবে। নামপরিচয় গোপন রেখে রিপোর্ট করা যাবে। পোস্টে কমেন্ট করা যাবে। প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে। স্ক্যামফিড হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে।