কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে কল রেকর্ডিংয়ের সুবিধা truecaller
Truecaller is a call recording facility with artificial intelligence technology

The Truth Of Bengal,mou basu: রোজই প্রযুক্তির উন্নতি ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও রোবটিক্সের সাহায্যে দৈনন্দিন জীবনে, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে নানান সুবিধা মিলছে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ফোন কল রেকর্ডিংয়ের সুবিধাও মিলবে। সম্প্রতি কলার আইডেন্টিটিফিকেশন অ্যাপ ‘ট্রু কলার’ ব্যবহারকারীদের সুবিধার জন্য ভারতে এই পরিষেবা চালু করেছে। iOS ও Android platform এর জন্য এই এআই প্রযুক্তির সুবিধা চালু করছে ট্রু কলার। এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ট্রু কলার অ্যাপে ইনকামিং ও আউটগোয়িং ফোন কল রেকর্ড করা যাবে।
এর আগে আমেরিকার বাজারে ট্রু কলার এই পরিষেবা চালু করেছিল। এবার ভারতেও চালু হল। তবে বিনামূল্যে মিলবে না এই এআই প্রযুক্তির সাহায্যে কল রেকর্ডিংয়ের সুবিধা। ভারতে প্রিমিয়াম প্ল্যান চালু করেছে ট্রু কলার। মাসে ৭৫ টাকা ও বছরে ৫২৯ টাকার প্ল্যান এনেছে ট্রু কলার। রেকর্ডিংয়ের পাশাপাশি সব ফোন কল ইংরেজি ও হিন্দি ভাষায় উঠবে।
আইফোন ব্যবহারকারীরা কীভাবে এআই প্রযুক্তির সুবিধা পাবেন?
ফোন কল ধরার পর ট্রু কলার অ্যাপ খুলে সার্চ ট্যাব খুলুন, রেকর্ড কল ট্যাপ করুন। রেকর্ডিং লাইনে কল চলে যাবে। কল স্ক্রিন এবার কল merge করার সুবিধা দেবে। রেকর্ডিং করা সম্ভব এই প্রস্তুতি হয়ে গেলেই পুশ নোটিফিকেশন চলে আসবে।
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা কীভাবে এআই প্রযুক্তির সুবিধা পাবেন?
নির্দিষ্ট রেকর্ডিং বোতাম টিপে ট্রু কলার ব্যবহারকারীরা ফোন কল রেকর্ড করা সম্ভব হয়। অন্য ডায়ালাররা ব্যবহারকারীরা ফ্লোটিং বোতাম টিপে ফোন কল রেকর্ড করতে পারবেন।
FREE ACCESS