প্রযুক্তি

লেনদেন হবে সহজ, BHIM অ্যাপে চালু ‘ইউপিআই সার্কেল ফিচার

Transactions will be easier, 'UPI Circle' feature launched in BHIM app

Truth Of Bengal: NPCI BHIM Services Limited (NBSL) একটি নতুন ফিচার নিয়ে এসেছে BHIM অ্যাপে, যার নাম ‘ইউপিআই সার্কেল (UPI Circle)’। এই ফিচারটির মাধ্যমে এক জন ব্যক্তি অন্য কারও পক্ষ থেকে নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে লেনদেন করতে পারবেন।

বিশেষত, বয়স্ক নাগরিকদের সাহায্য করতে, তরুণ প্রজন্মের খরচ নিয়ন্ত্রণ করতে ও ছোট ব্যবসায়ীদের লেনদেনের দায়িত্ব ভাগ করে নিতে বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। কারণ, নয়া ফিচারে বাড়ির প্রবীণ সদস্যরা যাঁরা মোবাইল বা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত নন, তাঁদের হয়ে পরিবারের অন্য কেউ লেনদেন করতে পারবেন, এবং তা হবে নিরাপদ ও নিয়ন্ত্রিত।

ইউপিআই সার্কেলে একজন প্রাথমিক ব্যবহারকারী (Primary User) সর্বাধিক ৫ জন বিশ্বস্ত ব্যক্তি বা ‘Secondary User’-কে অনুমোদন দিতে পারবেন তাঁদের হয়ে লেনদেন করার জন্য। তবে প্রতিটি লেনদেনের জন্য প্রাথমিক ব্যবহারকারীর অনুমোদন প্রয়োজন হবে। অর্থাৎ, যখনই কোনও সেকেন্ডারি ইউজার টাকা পাঠাতে যাবেন, তখন প্রাথমিক ইউজারের কাছে একটি রিয়েল-টাইম অনুরোধ যাবে এবং তিনি BHIM অ্যাপে ইউপিআই পিন দিয়ে তা অনুমোদন করলেই সেই লেনদেন সম্পন্ন হবে। ছোট ব্যবসায় আর্থিক দায়িত্ব ভাগ করে সম্ভব হবে। একাধিক কর্মচারী বা পার্টনারের মধ্যে লেনদেন ভাগ করে দেওয়া সম্ভব হবে, কিন্তু শেষ অনুমোদন থাকবে মালিক বা প্রধানের হাতে। অভিভাবকরা সন্তানের খরচে লাগাম টেনে ধরতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন ইউপিআই সার্কেল?

এই ফিচারটি ব্যবহার করতে হলে আপনাকে BHIM অ্যাপের সর্বশেষ ভার্সন (৪.০.২ বা তার বেশি) ডাউনলোড বা আপডেট করতে হবে। এরপর নিচের ধাপগুলি অনুসরণ করুন: BHIM অ্যাপে লগইন করে হোম স্ক্রিন বা মেনু থেকে ‘UPI Circle’ সেকশনে যান। ‘Add Secondary User’ অপশন ক্লিক করে সংশ্লিষ্ট ইউজারের ইউপিআই আইডি দিন বা তাদের QR কোড স্ক্যান করুন।

এরপর Delegation Type হিসেবে “Approve every payment” সিলেক্ট করুন। সেই ইউজার একটি ইনভাইটেশন পাবেন, যা গ্রহণ করলেই তাঁরা আপনার পক্ষ থেকে লেনদেন শুরু করতে পারবেন। প্রতিটি লেনদেনের আগে প্রাথমিক ইউজারের কাছে রিয়েল-টাইমে অনুমতির অনুরোধ যাবে এবং UPI পিন দিয়ে অনুমোদন দিলেই সেই লেনদেন সফল হবে।