প্রযুক্তি
Trending

TRAI: একাধিক সিম রাখলে দিতে হবে না বাড়তি চার্জ, জানিয়ে দিল ‘ট্রাই’

TRAI: If you keep multiple SIMs, you will not have to pay extra charges, informed 'TRAI'

The Truth Of Bengal: মোবাইলে ২টি সিম ব্যবহার করলেই দিতে হবে এক্সট্রা চার্জ, নিয়ম পরিবর্তন করছে TRAI। দুদিন আগে এমন খব ছড়িয়েছিল বাজারে। সেই খবর ভিত্তিহীন বলে জানাল টেলিকম রেগুলেটরি অথরিটি বা ট্রাই। ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা এই খবর খণ্ডন করে দাবি করেছে যে, একাধিক সিম বা নম্বর রাখলে গ্রাহকদের কাছ থেকে বাড়তি চার্জ নেওয়া হবে না। যে দাবি করা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য এমন খবর ছড়ানো হয় বলে দাবি করেছে ট্রাই।

সম্প্রতি এমন কিছু রিপোর্ট সামনে আসে, যেখানে বলা হয় TRAI সিম কার্ডের নিয়ম পরিবর্তন করতে পারে। কেউ অপ্রয়োজনে ফোনে দু’টি সিম কার্ড ব্যবহার করলে তাঁর কাছ থেকে অতিরিক্ত চার্জ নেওয়া হতে পারে। অর্থাৎ, ফোনে দুটি সিম আছে কিন্তু আপনি ব্যবহার করছে একটি সিম, তা হলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হতে পারে। মাসিক বা বার্ষিক ভিত্তিতে নেওয়া হতে পারে সেই চার্জ।

কিছু মিডিয়ায় রিপোর্ট হয় যে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষে ‘ট্রাই’ মোবাইল এবং ল্যান্ডলাইন নম্বরগুলির জন্য ফি চালু করার প্রস্তাব করেছে৷ ট্রাই একাধিক সিম বা নম্বর রাখার জন্য গ্রাহকদের ওপর চার্জ আরোপ করতে চায়। এই খবর সামনে আসার পর শুরু হয় হইচই। ১৪ জুন ট্রাই জানিয়ে দিয়েছে যে, তাঁদের এমন কোনও পরিকল্পনা নেই। ভিত্তিহীন খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।

বিশেষ সিরিজের কিছু নম্বর নিলাম করে প্রচুর টাকা আয় করে টেলিকম কোম্পানিগুলি। TRAI জানিয়েছে, ভারতীয় টেলিকম কোম্পানিগুলি প্রায়শই প্রিমিয়াম হারে ‘ভ্যানিটি’ নম্বর অফার করে গ্রাহকদের কাছ থেকে বিশেষ কিছু নম্বর বরাদ্দ আয়ের জন্য নিলাম পরিচালনা করে।

দেশে এখন ১২০ কোটির কাছাকাছি মোবাইল কানেকশন রয়েছে। যে সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। বিপুল হারে মোবাইল সংযোগ বেড়ে চলায় নতুন ফোন নম্বরের একটি ভাণ্ডার তৈরির জন্য গত সপ্তাহে একটি কনসাল্টেশন পেপার প্রকাশ করে TRAI। যেখানে National Numberig Plan-কে নতুন করে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। এর আগে ২০০৩ সালে টেলি যোগাযোগ মন্ত্রক (DoT) National Numberig Plan-কে ঢেলে সাজিয়েছিল। সেই সময় ৭৫০ মিলিয়ন ফোন কানেকশনের কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হয়েছিল। এখন সেই লক্ষ্যমাত্রা পার হয়ে গিয়েছে। ফলে নতুন করে আবার National Numberig Plan-কে নতুন করে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে TRAI-এর তরফে।