প্রযুক্তি

এবার আবহাওয়ার পূর্বাভাসে এআই টেকনোলজি!

This time AI technology is used in weather forecasting!

Truth Of Bengal: বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-র গবেষকরা এআই অ্যান্ড রোবোটিকস টেকনোলজি পার্ক (এআরটিপার্ক) নিয়ে কাজ করছেন। আইআইএসসির গবেষকরা এআই প্রযুক্তি নির্ভর ওয়েদার মডেল নিয়ে কাজ করছেন। এআই প্রযুক্তি নির্ভর ওয়েদার মডেলের লক্ষ্য হল আগেভাগে তাপপ্রবাহর পূর্বাভাস জানিয়ে দিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা।

আপাতত পরীক্ষামূলক ভাবে কর্নাটকের বিভিন্ন তালুকে আইআইএসসির এআই প্রযুক্তি নির্ভর ওয়েদার মডেল ব্যবহার করা হবে। পর্যায়ক্রমে গবেষকরা এটা তামিলনাড়ু ও পরে গোটা দেশেই ব্যবহার করতে চান। গরমে সর্বোচ্চ তাপমাত্রার পারদ যদি স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বা তার বেশি হয় তাকে বলা হয় তাপপ্রবাহ পরিস্থিতি।

ইদানীং আবহাওয়ার পরিবর্তনের কারণে তাপপ্রবাহ পরিস্থিতি বেশি তৈরি হচ্ছে। আইআইএসসির গবেষকদের তৈরি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর ওয়েদার মডেল ১০ দিনের তাপপ্রবাহ পরিস্থিতির ঝুঁকি রয়েছে কিনা তা জানিয়ে দেবে। আম জনতার স্বাস্থ্যজনিত আশঙ্কা কমবে।

এতদিন তাপপ্রবাহ পরিস্থিতি তাপমাত্রার পারদ ওঠানামার ওপর নির্ভর করে পূর্বাভাস করা হত। কিন্তু এখন গবেষকরা আর্দ্রতার পরিমাণ, বাতাসের গতি, তাপমাত্রার হেরফের ও রাতের সর্বনিম্ন তাপমাত্রাকে গুরুত্ব দিচ্ছেন সূচক তৈরিতে। হাওয়া অফিস, কর্নাটক স্টেট ন্যাচারাল ডিজাজটার মনিটরিং সেন্টার আর কর্নাটক স্বাস্থ্য দফতর এই গবেষণায় আইআইএসসিকে সাহায্য করছে। গবেষকরা রিয়েল টাইম পর্যালোচনা ও ফিডব্যাকের জন্য হিটম্যাপ তৈরি করছেন। এর জন্য তাঁরা বিভিন্ন এআই মডেলের সাহায্য নিচ্ছেন।

Related Articles