এআই ফিচারযুক্ত বড়ো স্ক্রিনের ল্যাপটপ আনল এই কোম্পানি
This company has introduced a large-screen laptop with AI features

Truth Of Bengal: Asus ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে তাদের নতুন ল্যাপটপ সিরিজ ExpertBook P আনল। বড়ো স্ক্রিনওয়ালা, এআই প্রযুক্তি নির্ভর ExpertBook P1, ExpertBook P3 এবং ExpertBook P5 নামক নতুন মডেলের ল্যাপটপ অনলাইনে শপিং প্ল্যাটফর্ম Flipkart থেকে কেনা যাবে। Asus ExpertBook P1 মডেলের দাম শুরু ৩৯,৯৯০ টাকা থেকে। আর ExpertBook P3-এর দাম শুরু ৬৪,৯৯০ টাকা থেকে। ExpertBook P5 মডেলের দাম শুরু ৯৪,৯৯০ টাকা থেকে।
আসুসের নতুন ল্যাপটপ মিলবে ১৪ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি স্ক্রিন সাইজ। ল্যাপটপে ইন্টেল কোর i7-13620H প্রসেসরের সঙ্গে ১৬ জিবি র্যাম দেওয়া হয়েছে। এটি ১টিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। এতে ৫০Wh ব্যাটারি আছে। আসুস এক্সপার্টবুক পি৩ মডেলে ইন্টেল কোর i5-13420H এবং Core i7-13620H প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এই ল্যাপটপে নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আসুস এক্সপার্টবুক পি৫ ল্যাপটপে আছে ১৪ ইঞ্চি ফুল HD স্ক্রিন, ইন্টেল কোর আল্ট্রা ৫ এবং আল্ট্রা ৭ প্রসেসর সহ এসেছে। এটি ১৬ জিবি ও ৩২ জিবি র্যাম অপশনে পাওয়া যাবে। এই ল্যাপটপে ৬৩Wh-এর ব্যাটারি রয়েছে।