প্রযুক্তি

স্মার্টওয়াচ দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনের ক্যামেরা, গ্যালাক্সি স্মার্টওয়াচ আনছে স্যামসাং

The smartphone camera can be controlled with the smartwatch, Samsung is bringing the Galaxy smartwatch

The Truth of Bengal,Mou Basu: এবার স্মার্টওয়াচ দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনের ক্যামেরা। গ্যালাক্সি ওয়াচ এফই নামের নয়া মডেলের স্মার্টওয়াচ আনতে চলেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। দাম পড়বে ভারতীয় মুদ্রায় ১৬ হাজার টাকার মতো। কালো, পিঙ্ক গোল্ড আর সিলভার রঙে লেখা। এবছরের শেষের দিকে বাজারে লঞ্চ হবে গ্যালাক্সি ওয়াচ এফই’র এলটিই ভার্সন। তার দাম পড়বে আনুমানিক ২০ হাজার টাকা।

নয়া মডেলের স্মার্টওয়াচে থাকবে ১.২ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনোস ডুয়াল কোর প্রসেসর, ১.৫ জিবি র্যাম, ১৬ জিবি স্টোরেজ। ২৪৭এমএএইচ ব্যাটারি সাপোর্ট থাকবে। ওয়ারলেস চার্জিং সাপোর্ট থাকবে। OneUI Watch 5 চলবে এই ঘড়ি। এনএফসি, ওয়াইফাই ও ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটির সুবিধা মিলবে।

১০০টি ভিন্ন ওয়ার্কআউট, মনিটর স্লিপ আর হার্টের স্বাস্থ্য মাপার জন্য ফিচার থাকবে। সার্বিক স্বাস্থ্যের জন্য স্যামসাংয়ের বায়োঅ্যাক্টিভ সেন্সর থাকবে। এই স্মার্টওয়াচ ব্যবহারকারীরা দূর থেকেই নিজেদের স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনের ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারবেন। স্যামসাং ওয়ালেট মারফত অনলাইনে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। ফোনের লোকেশন জানা যাবে স্মার্টওয়াচে থাকা ‘ফাইন্ড মাই ফোন’ ফিচারের সাহায্যে।

Related Articles