প্রযুক্তি

নোংরা দেওয়াল পরিষ্কার করবে রোবট

The robot will clean the dirty walls

The Truth Of Bengal, Mou Basu: প্রযুক্তির হাত ধরে প্রতিদিন বদলে যাচ্ছে মানব জীবন। প্রযুক্তি একদিকে যেমন মানুষের জীবনকে চ্যালেঞ্জের দিকে ঠেলে দিচ্ছে তেমনই মানুষের জীবনযাপনকে অনেক সহজ করে তুলছে সেই প্রযুক্তিই। যেমন, বিজ্ঞানীরা তৈরি করেছেন Winbot W1 নামে এমন এক রোবট যা দেওয়াল নিখুঁত ভাবে পরিষ্কার করতে পারে।

বিশেষ করে উঁচু উঁচু বহুতলে বাইরের দেওয়াল খুব সহজেই নিরাপদে পরিষ্কার করতে পারবে এই অত্যাধুনিক রোবট।
এর আগে মেঝে পরিষ্কার করার জন্য ২০১২ সালেই বিজ্ঞানীরা Wdoro নামে রোবট তৈরি করেছিলেন। এবার দেওয়াল পরিষ্কার করার জন্য রোবট তৈরি করলেন। কাচের জানলা, দেওয়াল, আয়না পরিষ্কার করতে পারবে এই রোবট। এই রোবটের সঙ্গে লাগানো থাকবে ইন্টেলিজেন্ট নেভিগেশন সিস্টেম যা নিখুঁত ভাবে এদিক ওদিক যেতে পারবে।

ইনফ্রারেড সেন্সর, প্রেসার সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর থাকবে রোবটে। কাচের জিনিস পরিষ্কার করতে রোবটে লাগানো থাকবে শক্তিশালী সাকশন কাপ। রোবটটি ৭.৫ সেন্টিমিটার চওড়া আর ওজন মাত্র দেড় কেজি। রোবটের সাহায্যে খুব সহজে ও কম সময়ের মধ্যে দেওয়াল পরিষ্কার করা যাবে বলে দাবি বিজ্ঞানীদের।

FREE ACCESS

Related Articles