ডিসেম্বরে বাজারে আসছে স্বল্প মূল্যের বৈদ্যুতিক স্কুটার সিম্পল ডট ওয়ান
The low-cost electric scooter Simple Dot One will hit the market in December

The Truth Of Bengal : যারা ২ চাকার যান চালাতে পছন্দ করেন তাঁদের জন্য সুখবর আছে। ডিসেম্বরেই বাজারে আসতে চলেছে সিম্পল এনার্জির স্বল্প মূল্যের স্কুটার সিম্পল ডট ওয়ান (Simple Dot One)। জানা গিয়েছে, 15 ডিসেম্বর বাজারে আসছে স্কুটারটি। বাজারে ক্রমশ ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে। যাঁরা স্বল্প মূল্যে পরিবেশবান্ধব বৈদ্যুতিক স্কুটার কিনতে চান, তাঁদের কথা মাথায় রেখে এই স্কুটারটি আনা হচ্ছে।
সূত্রের খবর, স্কুটারটির দাম এক লাখ টাকার নীচে থাকতে পারে। ফলে বহু মানুষ সহজেই এটি কিনতে পারবেন। Simple Energy -এর প্রতিষ্ঠাতা এবং সিইও সুহাস রাজকুমার বলেছেন, “আজ সিম্পল এনার্জির যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা সিম্পল ওয়ান সিরিজের সর্বশেষ স্বল্প মূল্যের স্কুটার সিম্পল ডট ওয়ান বাজারে আনছি।” কী রকম ফিচার থাকতে পারে নয়া মডেলের বৈদ্যুতিক স্কুটারে? সূত্রের খবর, ডট ওয়ানে 3.7 কিলোওয়াট প্রতি ঘণ্টার ব্যাটারি থাকবে।
এটির আইডিসি রেঞ্জ 160 কিলোমিটার হতে পারে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি একবার চার্জ দিলে 151 কিলোমিটার চলবে এই বাইক। সিম্পল এনার্জির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ডট ওয়ানের টায়ারগুলি আগের রেগুলার সংস্করণের চেয়ে আলাদা। ফলে এটি স্কুটারের কার্যকারিতা বাড়িয়ে তুলবে। এই স্কুটারের আসনের নীচে রয়েছে 30 লিটারের স্টোরেজ। ফলে ক্রেতারা বিশেষ সুবিধা পাবেন। এছাড়া টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো ফিচার রয়েছে। অতিরিক্ত সুবিধার জন্য অ্যাপ সংযোগও পাওয়া যাবে বলে সূত্রের খবর।
FREE ACCESS