বিজ্ঞানের দৌলতে অসাধ্য সাধন, প্রকাশ্যে সান্তা ক্লজের আসল চেহারা!
The impossible has been accomplished thanks to the power of science, the true face of Santa Claus is revealed!

Truth Of Bengal: চলছে ডিসেম্বর মাস। সামনেই বড়দিন। আর কিছু দিন পর উপহার নিয়ে হাজির হবে সান্তা বুড়ো। সান্তা ক্লজকে কে না চেনে! কিন্তু, কেউ কি জানে, আসলে কে ছিলেন এই ‘সান্তা ক্লজ’। কেমন দেখতে ছিল তাঁকে? সারা বিশ্বে সকলের প্রিয় হওয়া সত্ত্বেও এত দিন পর্যন্ত সান্তা ক্লজের আসল মুখ কারও দেখা হয়ে ওঠেনি। এবার সেই খামতিও পূরণ করে দিল আধুনিক বিজ্ঞান ও গবেষণা।
প্রায় ১,৭০০ বছরের ইতিহাসে এই প্রথমবার সামনে এল সান্তা বুড়োর ‘আসল’ মুখমণ্ডল! যার নেপথ্যে রয়েছে বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণা এবং আধুনিক প্রযুক্তির কেরামতি! সেন্ট নিকোলাস অফ মাইরা, যাঁকে অনুসরণ করে সান্তা ক্লজের আবির্ভাব হয়েছিল বলে দাবি করা হয়, সেই ব্যক্তিরই খুলি থেকে যাবতীয় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ‘ফরেন্সিক পদ্ধতি’তে সান্তা ক্লজের ‘আসল’ মুখমণ্ডলের ছবি তৈরি করা হয়েছে। এই গবেষণার নেতৃত্বে ছিলেন সিসেরো মোরায়েস। তিনি ‘জানান, তাঁরা যে মুখমণ্ডল নির্মাণ করতে সক্ষম হয়েছেন, সেটি এমন এক সন্ন্যাসীর, যাঁর মুখের গঠনে একইসঙ্গে ‘দৃঢ়তা ও প্রশান্তি’ রয়েছে।
সেন্ট নিকোলাস অফ মাইরা আসলে ছিলেন একজন খ্রিস্টান সন্ন্যাসী। তথ্য বলে, তিনি মানুষকে উপহার দিতে ভালোবাসতেন। তাঁকে অবলম্বন করেই নাকি পরবর্তীতে ডাচ বা ওলন্দাজ লোককাহিনির চরিত্র ‘সিন্টারক্লাস’-এর আগমন ঘটে। যিনি পরবর্তীতে সারা বিশ্বে সকলের প্রিয় ‘সান্তা ক্লজ’-এ পরিণত হন!