প্রযুক্তি

পূর্ব ভারতের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, জানেন কোথায় গড়ে উঠেছে এই কেন্দ্র?

The first space observatory in Eastern India, do you know where this center was built?

Truth Of Bengal: বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। জঙ্গলমহলের জেলা পুরুলিয়ার গড়পঞ্চকোট পাহাড়ে পূর্ব ভারতের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের তত্ত্বাবধানে এই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে পুরুলিয়ার গড়পঞ্চকোট এলাকায় পাঞ্চেত পাহাড়ের মাথায়। এটি দেশের ষষ্ঠ মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। এর আগে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে লাদাখ, উত্তরাখণ্ডের নৈনিতাল, রাজস্থানের মাউন্ট আবু, পুনের গিরিবাণী হিলস ও তামিলনাড়ুর কাভালুরে।সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের তত্ত্বাবধানে এই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। গত ৮ জানুয়ারি পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন্দ্রের সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ সহায়, আইআইটি বোম্বের পদার্থবিদ্যার অধ্যাপক বি এন জগপ্রতাপ, সিধো কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্রকুমার চক্রবর্তী।

১৯৮৬ সালে স্থাপিত হয় সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স। বিজ্ঞানী সত্যেন্দ্র নাথ বসুর নামে দেশের ষষ্ঠ মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে পুরুলিয়ার গড়পঞ্চকোটে। জ্যোর্তিবিজ্ঞান, জ্যোর্তিপদার্থবিদ্যা ও অ্যাটমোস্ফেরিক সায়েন্স নিয়ে গবেষণা চালানো হবে এই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রে।

সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের অধিকর্তা তনুশ্রী সাহা দাশগুপ্ত জানান, ‘গড়পঞ্চকোট এলাকায় পাঞ্চেত পাহাড়ের মাথায় ২০১২ সাল থেকে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে ওঠার কাজ শুরু হয়। ৪.৯ একর জায়গায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উঁচুতে ৮৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। বিশ্বের খুব কম মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে ওঠে এই দ্রাঘিমাংশে। ২ পর্যায়ে ১২ ও ১৪ ইঞ্চি ব্যাসের ২টি টেলিস্কোপ বসানো হয়েছে। ভবিষ্যতে ১ মিটার ব্যাসের টেলিস্কোপ বসানোর পরিকল্পনা রয়েছে। এই স্থানের সিয়িং ভ্যালু ১.৩ আর্ক সেকেন্ড। ভালোভাবে মহাকাশ পর্যবেক্ষণ করা যাবে। তাপমাত্রা, বৃষ্টির পরিমাণ ও বাতাসের গতি মাপতে পাহাড়ের মাথায় স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র গড়ে তোলা হয়েছে। গবেষণার পাশাপাশি পড়াশোনা ও অ্যাস্ট্রো-ট্যুরিজমের কেন্দ্র হিসাবে পর্যবেক্ষণ কেন্দ্রটি কাজ করবে। মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের কাজকর্ম তত্ত্বাবধান করতে পুরুলিয়ার সিধো কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ সই হয়েছে সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের।’

Related Articles