ছবি তোলার বদলে ছবি দেখেই ঝরঝর করে কবিতা লিখতে শুরু করবে ক্যামেরা! কি এই ক্যামেরা?
The camera will start to write a neat poem by looking at the picture

The Truth of Bengal: এ যেন ঠিক প্রযুক্তির আর শিল্পের সঠিক মেলবন্ধন। এবার ছবি দেখেই ঝরঝর করে কবিতা লিখতে শুরু করবে ক্যামেরা। ভাবছেন, এ কি আদৌ সম্ভব?। হ্যাঁ সম্ভব। কেলিন ক্যারোলিন ঝ্যাং ও রায়ান মাথার নামে ২ প্রযুক্তিবিদ তৈরি করেছেন এমন এক অভিনব ক্যামেরা। পুরনো দিনের ক্লাসিক পোলারয়েড ক্যামেরার মতো দেখতে এই অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা। নাম রাখা হয়েছে “পোয়েট্রি ক্যামেরা”। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলে এই ক্যামেরা।
চ্যাটজিপিটি প্লাস যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলে চলে সেই একই OpenAI’s GPT-4 এআই মডেলে চলে এই ওপেন সোর্স এআই প্রযুক্তিযুক্ত পোয়েট্রি ক্যামেরা। ক্যামেরার ওপেন সোর্স থেকে হাইকু, সনেটে, মুক্তছন্দের মতো কবিতার বিভিন্ন পছন্দসই ধারা বেছে নিয়ে ব্যবহার করা যাবে। ক্যামেরার ব্রেনে থাকবে একটা ক্রেডিট কার্ডের আকারের Raspberry Pi single board computer যা ভিজ্যুয়াল তথ্যের প্রতিটি বিষয় আলাদা আলাদা করে বিশ্লেষণ করতে পারে।