প্রযুক্তি

অত্যাধুনিক বৈদ্যুতিক স্কুটার আনল এথার এনার্জি

State-of-the-art electric scooters powered by ether energy

The Truth of Bengal,Mou Basu: দেশের বাজারের কথা মাথায় রেখে এবার অত্যাধুনিক বৈদ্যুতিক স্কুটার Ather 450 Apex আনল বেঙ্গালুরুভিত্তিক ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারক সংস্থাটি এথার এনার্জি। এই অত্যাধুনিক স্কুটারটির দাম শুরু হতে চলেছে 1.89 লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। ডিসেম্বর মাস থেকেই 2,500 টাকার টোকেন মূল্যের বিনিময়ে এই স্কুটারটির অগ্রিম বুকিং গ্রহণ করা শুরু করে দিয়েছিল সংস্থাটি। 2024 সালের মার্চ মাস থেকে এথার 450 Apex –এর ডেলিভারি শুরু করা হবে বলে জানা গেছে।

আগের সংস্করণ Ather 450X –এর তুলনায় এই নয়া মডেলের স্কুটারে একাধিক নতুন আপগ্রেডেড ফিচার্স যোগ করা হয়েছে। স্কুটারটিতে একটি শক্তিশালী 7.0 kW/26 Nm মোটর রয়েছে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেও এই স্কুটারটিতে আপগ্রেডেশন করা হয়েছে। স্কুটারটি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকার পর স্টার্ট দেওয়া হলে মাত্র 2.9 সেকেন্ডের মধ্যে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতি উৎপন্ন করতে সক্ষম। এই নতুন মডেলের বৈদ্যুতিক স্কুটারটিতে 3.7 kWh –এর ব্যাটারি প্যাক রয়েছে। স্কুটারটি একবার চার্জে সর্বাধিক 157 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।

এছাড়াও, স্কুটারটিতে নতুন ‘Wrap+’ মোড সহ মোট পাঁচটি রাইডিং মোডের সুবিধা দেওয়া হয়েছে। আরও একটি চমকপ্রদ ফিচার হিসাবে রয়েছে ‘Magic Twist’ । এই ফিচারটির মাধ্যমে ব্রেক ব্যবহার না করেই শুধুমাত্র থ্রটল রিলিজ করে স্কুটারটিকে স্লোডাউন করার সম্ভব। ইন্ডিয়ান ব্লু পেন্ট এবং ট্রান্সপারেন্ট সাইড প্যানেলের সুবিধা থাকছে। এছাড়াও এটিতে এক্সটেন্ডেড 5-ইয়ার/60,000 কিলোমিটার ব্যাটারি ওয়ারেন্টির সুবিধা রয়েছে। এর আগের সংস্করণটিতে 3 বছর/30,000 কিলোমিটার ওয়ারেন্টির সুবিধা থাকত।

Related Articles