প্রযুক্তি

ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করুন অ্যান্ড্রয়েড ফোন

smartphone use as webcam

The Truth of Bengal,Mou Basu: ল্যাপটপে লাগানো ওয়েবক্যামটি গেছে ভেঙে? বা আদৌ সেই ক্যামেরা শক্তিশালী নয়। চিন্তা হচ্ছে? কীভাবে কাজ করবেন? কুছ পরোয়া নেহি। এক্ষেত্রে আপনার মুশকিল আসান হতে পারে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিই। আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি যদি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে তাহলে গুগল আপনার জন্য মুশকিল আসান ফিচার নিয়ে এসেছে।

কীভাবে নিজের অ্যান্ড্রয়েড ফোনকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করবেন?

১) আগে দেখে নিন আপনার ফোন অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে কিনা।
২) ফোন যদি এই অপারেটিং সিস্টেমে চলে তাহলে ফোনের ইউএসবি তার কম্পিউটারে গুঁজুন।
৩) ইউএসবি কনট্যাক্ট নোটিফিকেশন আসবে আপনার ফোনে। বাই ডিফল্ট আপনার ফোন চার্জিং মোডে চলে যাবে। চার্জ হতে থাকবে।
৪) নোটিফিকেশন পেজটি ভালো করে খুলুন। ইউএসবি প্রেফারেন্স পেজ খুলুন।
৫) ইউজ ইউএসবি অপশনে ক্লিক করুন। ওয়েবক্যাম নামে নতুন অপশন খুলে যাবে।
৬) ওয়েবক্যাম অপশন সিলেক্ট করুন। স্মার্টফোনের নোটিফিকেশন বারে ওয়েবক্যাম দেখাবে।
৭) এই নোটিফিকেশন ট্যাপ করলে ফুল স্ক্রিন খুলে যাবে। আপনি দেখতে পাবেন আপনার ফোনে ক্যামেরায় কী ছবি বা ভিডিও উঠছে।
৮) একই ভিউ আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপেও দেখতে পাবেন। ভিডিও কলে কানেক্টেড হবে কম্পিউটার বা ল্যাপটপ।
৯) স্বচ্ছতার জন্য ফোনের পেছনের ক্যামেরাও ব্যবহার করতে পারেন।
১০) ডিফল্ট ওয়েবক্যাম মোড থেকে ক্যামেরা ফিডে সরে যেতে ভিডিও কলিং অ্যাপের সেটিংস অপশনে ক্লিক করুন। এরপর ভিডিও সেখান থেকে ক্যামেরা, সেখান থেকে অ্যান্ড্রয়েড ওয়েবক্যাম অপশনে ক্লিক করুন।
১১) ছবি বা ভিডিওর রেজোলিউশন বাড়াতে অটোফোকাস ফিচার বিশেষ উপযোগী।

Related Articles