প্রযুক্তি

জলে পড়ে ভিজে গেছে সাধের স্মার্টফোন?, কী করবেন

smartphone

The Truth of Bengal,Mou Basu: আট থেকে আশি সবার জীবনই আজ আধুনিক কেতাদুরস্ত স্মার্টফোন নির্ভর। ফোন ছাড়া দুদণ্ড চলার উপায় নেই। কিন্তু আচমকাই বা বেখেয়ালে আপনার স্মার্টফোনটি যদি জলে পড়ে ভিজে যায়, তাহলে কী করবেন?

প্রাথমিক ভাবে জলে পড়ে যাওয়া স্মার্টফোনটি জল থেকে তুলে শাট ডাউন করে দিন। খেয়াল রাখবেন অন্য কোনো বোতামে যাতে হাত না পড়ে যায় যাতে জল আরো ঢুকে যায় ফোনের মধ্যে।

বিদ্যুতের সংযোগ থেকে দূরে রাখুন ফোনকে। ফোন চার্জ দেবেন না তাতে ফোনের অভ্যন্তরীণ নানা অংশ তো ক্ষতিগ্রস্ত হবেই আপনিও জখম হতে পারেন।

সম্ভব হলে ফোনের পেছনের অংশ খুলে ব্যাটারি বের করে নিন। সিম কার্ড ও এসডি কার্ডও বের করে নিয়ে কাপড় বা টিস্যু পেপার দিয়ে আলতো ভাবে মুছে নিন।

কীভাবে ফোন শুকনো করবেন?
পুরোপুরি ফোন শাট ডাউন করুন। বিদ্যুৎ সংযোগ থেকে ফোনকে দূরে রাখুন। জল শুষে নেয় এমন অ্যাবসরবেন্ট মাইক্রো ফাইবার পাতলা কাপড় দিয়ে স্ক্রিন আর আউটার কাস্টিং মুছে নিন। ফোনের কোনো ফাঁকে বিশেষ করে চার্জিং বা অডিওর ফাঁকা পোর্টে যাতে জল এক ফোঁটাও না যায় তা লক্ষ্য রাখবেন। সব জল বের করে দেওয়ার পর ফোন ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিন। শুকনো খোলা জায়গায় ফোনকে কয়েক দিন রেখে দিন। পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত ফোন ব্যবহার করবেন না। সব জলীয় বাষ্প যাতে পুরোপুরি ভাবে মিলিয়ে যায় তার জন্য ফোনকে সিলিকা জেল প্যাকেট সমেত একটা সিল করা ব্যাগে ভরে রেখে দিন।

Related Articles