প্রযুক্তি

স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি খতম হয়ে যাচ্ছে! কীভাবে মেটাবেন সমস্যা?

Smartphone batteries are draining quickly

The Truth of Bengal,Mou Basu: আজকাল কর্মব্যস্ত জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। অফিসের গুরুত্বপূর্ণ কাজকর্ম হোক কিংবা লেখালেখি, অনলাইন কেনাকাটা হোক কিংবা শিক্ষা, খাবার বা জিনিসপত্র অর্ডার করা, আর্থিক লেনদেন, বিনোদন, সবকিছুর আজ গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে স্মার্টফোন। এই পরিস্থিতিতে অনেক সময়ই ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল ব্যাটারি এবং কমপক্ষে তা ১০-১২ ঘণ্টা ভালো ভাবে চলা দরকার।

তাড়াতাড়ি ফোনের ব্যাটারি খতম হয়ে গেলে কীভাবে সমস্যা মেটাবেন

১) ফোনের স্ক্রিনের ব্রাইটনেস কমান। ব্রাইটনেস বা উজ্জ্বলতা সর্বোচ্চ সীমায় রাখলে ব্যাটারি বেশি খরচ হয়। ফোনের ডিসপ্লেতে সবচেয়ে বেশি ব্যাটারি খরচ হয়। ব্যাটারির আয়ু বাড়াতে ব্রাইটনেসকে অটো মোডে রাখুন।

২) ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু থাকে আপনার অজান্তেই। সেই সব অ্যাপের কারণে অনেক সময় ব্যাটারি বেশি খরচ হয়। সে জন্য দরকারি অ্যাপই ফোনে চালু রাখুন বাকি ব্লক করে দিন।

৩) স্মার্টফোনের অ্যাপের অটো আপডেটের কারণেও ব্যাটারি বেশি খরচ হয়। তাই অটো আপডেট সেটিংস ডিসেবল করে রাখুন।

৪) সেলুলার নেটওয়ার্ক কানেকশনে ব্যাটারি বেশি পরিমাণে খরচ হয়। তাই ওয়াইফাই কানেকশন ব্যবহার করুন।

৫) ফোনের ব্যাটারি বেশি পরিমাণে খরচ হতে থাকলে পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন। এতে শুধু দরকারি অ্যাপ্লিকেশনেই বিদ্যুৎ সংযোগ যাবে।

Related Articles