Bluetooth calling feature, Health sensor সহ শক্তপোক্ত স্টাইলিশ ডিজাইনের স্মার্টওয়াচ আনল boAt
Smart watch

The Truth Of Bengal : আধুনিক কেতাদুরস্ত ক্রেতাদের কথা মাথায় রেখে boAt Enigma Z20 নামে Enigma সিরিজের নতুন স্মার্টওয়াচ নিয়ে আসল boAt। শক্তপোক্ত অথচ স্টাইলিশ ডিজাইনের এই স্মার্টওয়াচে থাকছে ব্লুটুথ কলিং ফিচার, একাধিক হেলথ সেন্সর এবং স্পোর্টস মোডের মতো একাধিক আকর্ষণীয় ফিচার। ভারতীয় বাজারে boAt Enigma Z20 স্মার্টওয়াচটির জেট ব্ল্যাক কালার অপশনের দাম ধরা হয়েছে ৩,২৯৯ টাকা এবং এর ব্রাউন লেদার ও মেটাল ব্ল্যাক ভ্যারিয়েন্টের দাম থাকছে ৩,৪৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজন এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।
শক্তপোক্ত ডিজাইনে boAt Enigma Z20 স্মার্টওয়াচটিতে গোলাকৃতির মেটাল ইউনিবডি ডায়াল আছে। এর ডান দিকে থাকছে রোটেটিং ক্রাউন। যাতে ১.৫১ ইঞ্চি এলসিডি স্ক্রিন থাকবে। অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ওয়্যারেবলটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার থাকবে। ১০০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা থাকবে। আবার নয়া স্মার্টওয়াচে থাকছে বিল্ট-ইন এসওএস ফিচার ও বিল্ট-ইন মাইক, ডায়াল প্যাড এবং ২৫০টি কন্টাক্ট রাখার জন্য উপযুক্ত স্টোরেজ থাকছে।
এছাড়া ঘড়িটিতে মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল, বিল-ইন গেম, ফাইন্ড মাই ফোনের মতো ফিচার থাকবে। একবার চার্জে boAt Enigma Z20 স্মার্টওয়াচ ৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।
FREE ACCESS