৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স
Sensex slides 500 points as Wall Street bloodbath sinks Indian IT stocks

Truth Of Bengal: আশঙ্কা ছিলই। বাস্তবে হলও তাই। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক ঘোষণা করার পরেই ওয়াল স্ট্রিটের বড়সড় ধাক্কায় শেয়ার বাজারে বড়সড় ধস। মার্কিন প্রভাব এবার ভারতীয় শেয়ার বাজারে। এক ধাক্কাই সেনসেক্স নেমে গেল। এক ধাক্কায় কমে গেল ৫০০ পয়েন্ট। সকাল ৯:২৮ মিনিটে এসএন্ডপি বিএসই সেনসেক্স ৫২৭.৫৪ পয়েন্ট কমে ৭৫,৭৬৭.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে এনএসই নিফটি ৫০ ১৮৭.১৫ পয়েন্ট কমে ২৩,০৬২.৯৫ পয়েন্টে লেনদেন করছে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের পালাটা শুল্ক চাপানোর ঘোষণায় মুদ্রাস্ফীতির সম্ভাবা দেখছে ওয়াল স্ট্রিট। এর জেরে মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক দেখা দিয়েছে। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টক থেকে শুরু করে অপরিশোধিত তেলের দরে ধাক্কা লেগেছে বৃহস্পতিবার। শুক্রবার সেই রেশ বজায় থাকল।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের ফলে এসব রফতানি-ভারী খাতের রাজস্বে ব্যাপক প্রভাব পড়েছে। গাড়ি থেকে আইটি শেয়ারের ব্যাপক ক্ষতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) গাড়ি রফতানি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। সেইসঙ্গে টাটা মোটরসের শেয়ারের দাম প্রায় ৫% হ্রাস পেয়েছে। শুধু তাই নয় হিন্ডালকো, টাটা স্টিল, এল অ্যান্ড টি এবং জেএসডব্লিউ স্টিলের মতো সংস্থাগুলিতেও ব্যাপক পতন দেখা গেছে।